Advertisement
Advertisement

Breaking News

Shah Rukh Khan

মক্কার পর বৈষ্ণদেবী, ‘পাঠান’ ছবি হিট করাতে তীর্থযাত্রা শাহরুখের! দেখুন ভিডিও

শাহরুখের এই ভিডিও হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

Shah Rukh Khan spotted at Vaishno Devi temple ahead of Pathaan release | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 12, 2022 2:44 pm
  • Updated:December 12, 2022 2:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবি হিট করাতেই হবে। না হলে শাহরুখ ম্যাজিক বেশিদিন ধরে রাখা যাবে না। যেভাবে শাহরুখের ঝুলিতে একের পর এক ফ্লপ, সেই দুর্দিন কাটাতে শাহরুখ এখন মরিয়া। আর তাই তো ‘পাঠান’ ছবির মুক্তির আগে মক্কা আর এবার বৈষ্ণদেবীর দর্শনে অংশ নিলেন শাহরুখ। সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় শাহরুখের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে বৈষ্ণদেবীর মন্দিরে প্রবেশ করছেন শাহরুখ। আরেকটি ভিডিওতে দেখা গিয়েছে দর্শন সেরে, শাহরুখ গাড়িতে উঠছেন। শাহরুখের এই ভিডিও হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

অন্যদিকে, ‘ডানকি’র শুটিং শেষ হওয়ার পরই তীর্থে মন দিয়েছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। মক্কায় গিয়েছিলেন ‘উমরা’ পালন করতে। তাতেও নিস্তার নেই বলিউড বাদশার। নেটদুনিয়ায় কট্টরপন্থীদের কটাক্ষের শিকার হতে হচ্ছে তাঁকে। বাড়ি হিন্দু স্ত্রী এবং দেবতার মূর্তি থাকায় বলিউড বাদশার মুসলিম হওয়া নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে।

Advertisement

রাজকুমার হিরানি এবং জিও স্টুডিওজের প্রযোজনায় ‘ডানকি’ ছবিতে অভিনয় করছেন শাহরুখ। তারই শুটিং চলছিল সৌদি আরবে। শুটিং শেষ হওয়ার পর মক্কায় যান বলিউড বাদশা। বদলে যায় তাঁর বেশভূষা। সাদা উত্তরীয় ও মাস্ক পরে মক্কায় ‘উমরা’ পালন করতে যান শাহরুখ। সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

[আরও পড়ুন: সোনালি বিকিনিতে দীপিকা, শার্টলেস শাহরুখ, লাগামছাড়া ‘বেশরম’ ‘পাঠান’ ছবির প্রথম গান ]

মক্কায় যাওয়ার জন্য অনেকেই শাহরুখকে শুভেচ্ছা জানান। কিন্তু নেটিজেনদের একাংশ সমালোচনায় মুখর হন। একজন লেখেন, “শাহরুখ তো আবার মূর্তি পুজোও করে। নিজের ঘরে দেবতার মূর্তি রাখে। বহু-ঈশ্বরবাদের থেকে বড় পাপ আর কিছুই হয় না।” গৌরী খানের প্রসঙ্গ তুলেও কিং খানকে কটাক্ষ করা হয়েছে। লেখা হয়েছে, “এই লোকটাই হিন্দু মহিলাকে বিয়ে করেছে। ঘরে দেবতার মূর্তি রাখে। নিয়মিত ঘরে সেই দেবতার পুজো হয়। কী বলতে চাইছেন? শুধুমাত্র মুসলিম নাম আছে বলে মুসলিম সম্প্রদায় এমন মানুষকে গ্রহণ করবে না।” সিনেমার মাধ্যমে রোজগার করেন শাহরুখ। ইসলাম মতে তা অপরাধ হিসেবে গণ্য করা হয়, এমন দাবিও করা হয়েছে।

[আরও পড়ুন: ‘১০০ কোটি টাকা পারিশ্রমিকের নায়করা সিনেমার ক্ষতি করছেন’, বিস্ফোরক নওয়াজউদ্দিন ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement