Advertisement
Advertisement

Breaking News

SRK Tiger 3

‘পিকচার অভি বাকি হ্যায়… দুর্ধর্ষ’! দোস্ত সলমনের ‘টাইগার ৩’ নিয়ে বড় কথা ‘জওয়ান’ শাহরুখের

'টাইগার ৩'র ঝলক দেখে 'দোস্ত' সলমনের হয়ে গলা ফাটালেন শাহরুখ।

Shah Rukh Khan spills inside info on Salman Khan's Tiger 3 | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 27, 2023 6:25 pm
  • Updated:September 27, 2023 6:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘টাইগার ৩’ (Tiger 3) ছবির পয়লা ঝলক প্রকাশ্যে আসতেই ‘জওয়ান’ কানেকশন খুঁজে পেয়েছে নেটপাড়া। এবার সলমন খানের হয়ে গলা ফাটালেন শাহরুখ খান (Shah Rukh Khan)। দুই খানের ‘ভাইচারা’ ইন্ডাস্ট্রির অন্দর থেকে অনুরাগীমহল, সকলেরই জানা। এবার টাইগার ৩র হয়ে গলা ফাটালেন বলিউড কিং ‘জওয়ান’।

বুধবার বিকেলে শুটের অবসরে এক্স হ্যান্ডেলে AskSRK পর্ব করেন শাহরুখ খান। সেখানেই ভক্তরা ‘টাইগার ৩’র পয়লা ঝলক নিয়ে কিং খানের প্রতিক্রিয়া জানতে চান। নজর এড়ায়নি তাঁর। জওয়ান-এর হাজার কোটির ক্লাবে প্রবেশের উদযাপনের মাঝেই সলমনের আগামী সিনেমার প্রচার করলেন শাহরুখ।

Advertisement

‘টাইগার ৩’র পয়লা ঝলক দেখে বাদশার (SRK Tiger 3) মন্তব্য, “এটা তো টিজার শুধুমাত্র। টাইগার… পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত… এটা দুর্ধর্ষ ছবি হতে চলেছে।” শেষপাতে এও বলে রাখলেন যে, “ভিতরের খবর দিচ্ছি কিন্তু।” আরেক টুইটে শাহরুখ বললেন, “ভাই ভাই-ই হয়.. ‘টাইগার ৩’র ঝলক দারুণ লেগেছে।”

[আরও পড়ুন: ‘টাইগার ৩’র সঙ্গে ‘জওয়ান’ কানেকশন! ছবি হিট করাতেই শাহরুখের ফর্মুলা নিলেন সলমন?]

প্রসঙ্গত, ‘টাইগার ৩’র পয়লা ঝলক (Tiger 3 Teaser) দেখার জন্য বছরখানেক ধরেই ‘হা পিত্যেশ’ করছিলেন ভক্তরা। অবশেষে প্রতীক্ষার অবসান। বুধবার, ২৭ সেপ্টেম্বর টিজার রিলিজ করেই দিওয়ালির বক্স অফিসে দামামা বাজানোর ঘোষণা করে দিলেন সলমন খান (Salman Khan)। পয়লা ঝলক মুক্তির পর থেকেই উত্তেজনার ফুটছেন ভক্তরা। ভাইজান ভক্তরা যখন একঝলকেই ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন যে, শাহরুখ খানের (Shah Rukh Khan) ব্লকবাস্টার দুই ছবি ‘পাঠান’, ‘জওয়ান’-এর হাজার কোটির রেকর্ডও ভেঙে খানখান করবেন সলমন, তখন শাহরুখকে কিন্তু সলমনের হয়ে গলা ফাটাতে দেখা গেল।

[আরও পড়ুন: বিয়েতে আমন্ত্রিতদের থেকে উপহার হিসেবে শুধু ১১ টাকা নিলেন রাঘব-পরিণীতি, কেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement