Advertisement
Advertisement

Breaking News

Shahrukh Khan

আব্রামের স্কুলে গিয়ে মাটিতে বসে পড়লেন শাহরুখ! ‘বাদশা’র কাণ্ড দেখে হতবাক নেটপাড়া

শাহরুখের ছবি ভাইরাল।

Shah Rukh Khan Sits On The Floor As He Attends Son AbRam Khan's School Event In Mumbai| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 19, 2024 8:35 pm
  • Updated:February 19, 2024 8:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেউ বলছেন বাদশা একেবারে মাটির মানুষ। কেউ আবার বলছেন, আব্রামের স্কুলে গিয়ে ছোটবেলাকে ফিরে পেয়েছেন শাহরুখ। হ্য়াঁ, সম্প্রতি শাহরুখের এক নতুন ছবি দেখে সোশাল মিডিয়ায় এমনই হইচই। তা কী রয়েছে ছবিতে?

সম্প্রতি শাহরুখ তাঁর ছোট ছেলে আব্রামের স্কুলে গিয়েছিলেন। সেখানেই আব্রামের সহপাঠীদের সঙ্গে ছবি তুললেন শাহরুখ। পড়ুয়াদের সঙ্গে ক্যামেরায় পোজ দেওয়ার সময় মাটিতেই বসে পড়লেন এসআরকে। বলিউড বাদশার এমন সাধারণ অবতারে আপ্লুত নেটপাড়া।

Advertisement

[আরও পড়ুন: মুখের এমন অবস্থা! ‘প্লাস্টিক সার্জারি’র খোঁটাতেই চটলেন আয়েশা টাকিয়া, দিলেন কড়া জবাব ]

কয়েক মাস আগে স্কুলের নাটকে অভিনয় করেছিল ছোট্ট আব্রাম। নাটকের মাঝে শাহরুখের কায়দায় হাত ছড়িয়ে পোজও দিয়েছিল। আর দর্শক আসনে বসে শাহরুখ আনন্দে আত্মহারা। শাহরুখের এক অনুরাগী আব্রামের এই ভিডিও শেয়ার করেছিলেন সোশাল মিডিয়ায়। সেই পোস্টে তিনি লিখেছিলেন, ‘গর্বিত বাবা এবং মা। কত জলদি বড় হয়ে যাচ্ছে।’

বরাবর ‘ফ্যামিলি ম্যান’ শাহরুখ খান (Shah Rukh Khan)। হাজারও ব্যস্ততার মাঝে পরিবারকে সময় দিতে ভোলেন না তিনি। ছোট ছেলে আব্রাম আবার বাবার একটু বেশি আদুরে। আব্রামের (Abram) সমস্ত কাজে নজর থাকে বলিউড বাদশার। তার সাফল্যে আনন্দে আত্মহারাও হয়ে যান তিনি।

[আরও পড়ুন: রেজিস্ট্রির পর ধুমধাম করে রিসেপশন কাঞ্চন-শ্রীময়ীর, এলাহি আয়োজনের আভাস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement