সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “জওয়ান আসলে দেশের জনতার সম্মিলিত কণ্ঠস্বর…”, বক্সঅফিসে যেন অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে ছবি, তখন এই প্রথমবার জনতার জনার্দন হয়ে খুল্লামখুল্লা মন্তব্য করলেন শাহরুখ খান (Shah Rukh Khan)।
বিগত তিন দশকের ফিল্মি কেরিয়ারে এই প্রথমবার শাহরুখ খান বুক ঠুকে রাজনীতির মুখোমুখি হয়েছেন কিং খান। ‘জওয়ান’ (Jawan) সিনেমার মাধ্যমেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মরচে ধরা সিস্টেমকে। এবার সেই সিনেমা যখন ১০৯৫ কোটির গণ্ডি ছাড়িয়েছে, তখন জনসমক্ষেই বিরাট কথা বলে ফেললেন শাহরুখ। বক্স অফিসে এহেন গগনচুম্বী সাফল্য উদযাপনের জন্য মঙ্গলবার এক বিশেষ অনুষ্ঠানে ‘জওয়ান’ তৈরির উদ্দেশের কথা শেয়ার করেন বলিউড সুপারস্টার।
শাহরুখের মন্তব্য, “জনতার কণ্ঠস্বরকে আসলে তুলে ধরাই ‘জওয়ান’-এর মূল উদ্দেশ্য ছিল। যে কথাগুলো আমরা ঘরে বলি। বন্ধুদের সঙ্গে আলোচনা করি। সেই বিষয়গুলোকেই সিনেমার মোড়কে ধরে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। রংচঙে করে মানুষকে বোঝাতে চেয়েছি যে, এই ছবি আপনাদের নিয়ে। আমাদের সকলের কথা।” এরপরই রসিকতা করে শাহরুখের সংযোজন, “হ্যাঁ, আমি অবশ্যই এটা বলব না যে, কেউ আমার মতো ন্যাড়া হয়ে যাক। আমরা শুধু এটাই বলছি যে, এই ছবিটা জনতার।” এদিন সেই অনুষ্ঠানের শেষপাতে অনুরাগীদের সঙ্গে দেখাও করেন কিং খান।
প্রসঙ্গত, কোনওরকম রেয়াত না করেই ‘জওয়ান’ (SRK Jawan) ছবির মাধ্যমে সরাসরি সাধারণ মানুষের কাছে প্রশ্ন রেখেছেন কিং খান- “দোকানে চাল-ডাল কিনতে গেলে ভাল না খারাপ প্রশ্ন করেন। দরদাম করেন, কিন্তু ৫ বছরের জন্য যখন কাউকে সরকারে আনতে ভোট দেন, তখন কি তার কাছে যাচাই করতে যান যে, বেকারত্ব ঘুচবে কিনা, শিক্ষার অধিকার পাওয়া যাবে কিনা কিংবা পরিবারের সদস্যদের কেউ অসুস্থ হলে সঠিক চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে কিনা? এরপর থেকে যাচাই করে ভোট দিন।” সিনেমার একেকটা প্লটে কখনও দেশে অর্থনৈতিক কেলেঙ্কারি, কখনও অস্ত্র দুর্নীতি আবার কখনও বা ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থাকে তুলে ধরেছে ‘জওয়ান’। নেপথ্যের কারিগর নিশ্চয় অ্যাটলি। তবে ‘মাস হিরো’ শাহরুখের দৌলতেই এই বার্তা তিনি পৌঁছে দিয়েছেন আমজনতার কাছে।
উল্লেখ্য, এর আগে সিনেপর্দায় সমাজদর্শনের পাঠ পড়িয়েছেন কিং খান, কিন্তু দর্শক-অনুরাগীদের রাজনৈতিক চেতনাকে এভাবে নাড়া দেননি। এবার দিলেন। ‘জওয়ান’ (Jawan Box Office)-এর প্রতিটা প্লটে প্লটে সিস্টেমের মেরুদণ্ড কতটা মজবুত পরখ করে দেখার জন্য টোকা দিলেন! রোজকার ডাল-ভাতের চিন্তা করা আমজনতাকে শিখিয়ে দিলেন ‘পরিবর্তন পরিবর্তন’ করে চেঁচালেই হয় না, জনতাই আসল জনার্দন। গণতন্ত্রের আওয়াজ কতটা শক্তিশালী, নির্বিকার জনতাকে তাঁদের ভাষাতেই বুঝিয়েছেন শাহরুখ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.