Advertisement
Advertisement

Breaking News

Shah Rukh Gauri Khan

শাহরুখের ‘জওয়ান’-এর পয়লা ঝলকে নারী বাহিনীর হুংকার! কী প্রতিক্রিয়া গৌরীর?

'জওয়ান'-এর পয়লা ঝলক দেখে কী বলছেন শাহরুখের স্ত্রী?

Shah Rukh Khan reveals Gauri Khan loves 'women power' in 'Jawan' trailer | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:July 13, 2023 3:23 pm
  • Updated:July 13, 2023 5:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘জওয়ান’ নিয়ে অনুরাগীদের উন্মাদনা চরমে। আমজনতা তো বটেই, সেলেবরাও সাতান্ন বছর বয়সি বলিউড বাদশার বুড়ো হাড়ের ভেলকি দেখে হতবাক হয়েছেন। কিং খানের ভক্তকুল  উন্মাদনায় ভাসছে! কিন্তু স্ত্রী গৌরী খান ‘জওয়ান’-এর পয়লা ঝলক দেখে কী বলছেন? স্ত্রীর প্রতিক্রিয়া এবার প্রকাশ করলেন শাহরুখ খান।

‘জওয়ান’-এর মূল চমক শাহরুখ খান হলেও, ছবিতে একাধিক নায়িকা রয়েছেন। বলিউড মাস্তানি দীপিকা পাড়ুকোন, দক্ষিণী সুপারস্টার নয়নতারা, প্রিয়ামণির পাশাপাশি দঙ্গল গার্ল সানিয়া মালহোত্রা, মারাঠি অভিনেত্রী গিরিজা ওক। ইতিমধ্যেই পয়লা ঝলকে যে যাঁর চরিত্রের ঝাঁজ বুঝিয়ে দিয়েছেন কিং খান ‘জওয়ান’-এর মহিলা বাহিনী। আর তাঁদের দুর্ধর্ষ অবতার দেখে বেজায় খুশি গৌরী খান।

Advertisement

শাহরুখ খান নিজমুখেই একথা স্বীকার করেছেন যে, ‘জওয়ান’ ছবিতে যেভাবে নারী শক্তিকে গুরুত্ব দেওয়া হয়েছে, তা দেখে প্রশংসা করেছেন স্ত্রী গৌরী। বৃহস্পতিবার ‘জওয়ান’-এর নয়া পোস্টার প্রকাশ্যে নিয়ে আসার আগে টুইটারে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব রেখেছিলেন শাহরুখ। সেখানেই এক ভক্ত কিং খানের উদ্দেশে প্রশ্ন ছোঁড়েন, ‘জওয়ান’-এর পয়লা ঝলক দেখে কী প্রতিক্রিয়া গৌরী খানের? তার উত্তরেই শাহরুখ বলেন, “সিনেমায় নারী শক্তিকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা গৌরীর খুব ভাল লেগেছে।”

[আরও পড়ুন: ‘আমি ভিলেন হলে…’, নতুন পোস্টারে বলিউড হিরোদের হুঁশিয়ারি বন্দুকবাজ ‘জওয়ান’ শাহরুখের!]

প্রসঙ্গত, ২০২৩ সম্ভবত শাহরুখ খানের ফিল্মি কেরিয়ারে ম্যাজিক ফিগার হতে চলেছে। বছরের শুরুতেই জানুয়ারি মাসে পাঠান দিয়ে বক্সঅফিসে ঝড় তুলে দিয়েছিলেন তিনি। ধুঁকতে থাকা বলিউডের রাশ একার হাতে টেনে নিয়েছেন এসআরকে। এবার ‘জওয়ান’-এর পয়লা ঝলক দেখে গোটা দেশ তথা বিদেশেও তোলপাড় ফেলে দিয়েছেন তিনি। তাঁর মার্কিনী ভক্ত ইতিমধ্যেই ‘জওয়ান’ পুতুল বানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড বাদশাকে।

[আরও পড়ুন: ভগবান শিবের ভূমিকায় অভিনয়, ধর্মীয় বিতর্ক এড়াতে আগেভাগেই সেন্সর বোর্ডের দ্বারস্থ অক্ষয়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement