Advertisement
Advertisement

Breaking News

ShahRukh Khan

৩৪ বছর আগে প্রেমদিবসে গৌরীকে কী উপহার দিয়েছিলেন শাহরুখ? নেটিজেনের প্রশ্নে দারুণ উত্তর বাদশার

ইতিমধ্যেই বিশ্বজুড়ে ৯৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে শাহরুখের 'পাঠান'।

Shah Rukh Khan Recalls The First Gift He Gave Wife Gauri| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 14, 2023 3:50 pm
  • Updated:February 14, 2023 4:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের অন্য়তম রোমান্টিক হিরো হিসেবে জনপ্রিয় শাহরুখ খান। সিনেমার পর্দায় কখনও রাজ, কখনও রাহুল হয়ে মেয়েদের মন চুরি করেছেন বলিউডের বাদশা। কিন্তু সিনেমার পর্দার বাইরে, স্ত্রী গৌরীর সঙ্গে কেমন রসায়ন শাহরুখের? প্রেমদিবসে কখনও গৌরীকে কোনও উপহার দিয়েছেন শাহরুখ? টুইটারে এক নেটিজেনের এই উত্তর দিলেন এসআরকে।

AskSrk এ অংশ নিয়ে শাহরুখ নেটিজেনদের জানালেন, ”যতদূর মনে পড়ছে ৩৪ বছর আগে গৌরীকে গোলাপি রঙের কানের দুল দিয়েছিলাম।” আরেক নেটিজেন শাহরুখকে প্রশ্ন করেন প্রিয়জনের কাছ থেকে কী উপহার পেলে খুশি হবেন? শাহরুখের সোজা জবাব। ‘উপহার তো আপনারা দিয়েই দিয়েছেন, যেভাবে পাঠান ছবিকে ভালবাসা দিয়েছেন এর থেকে বড় উপহার আর কিছু হতে পারে না।’

Advertisement

[আরও পড়ুন: ‘আমার মাথায় রামদেবের হাত নেই!’ রুক্মিণীর ‘নটী বিনোদিনী’ নিয়ে ফের সরব শ্রীলেখা! ]

নিন্দুকরা মনে করছিল শাহরুখের দিন শেষ। এমনকী, জিরো ছবি বক্স অফিসে মুখ থুবরে পড়ার পর শাহরুখ নিজেও মনে করেছিলেন হয়তো অভিনয় ছেড়ে অন্য কিছু করবেন। তবে যে অভিনয়ই তাঁকে বলিউডের বাদশা বানিয়েছে, সেটাকে ছাড়বেন কি করে? চার বছর পর পর্দায় পাঠান হয়ে কামব্যাক করলেন তিনি। ছবি মুক্তির আগে থেকে ‘পাঠান’ নিয়ে বিতর্কের জল আরব সাগর তীর থেকে গোটা দুনিয়ায়। শাহরুখ চুপ থাকলেন। তার বদলে জবাব দিলেন বক্স অফিসে হাত ধরে। পাঠান মুক্তির দিন থেকেই নানা বক্স অফিস রেকর্ড ভেঙে হাজার কোটির ক্লাবে। অন্ধকার সরিয়ে শাহরুখ হয়ে উঠলেন সদা জলন্ত সূর্য। সব বিতর্ককে পিছনে ফেলে পাঠানের উজ্জ্বল আলো গোটা বিশ্বে।

হ্যাঁ, ঠিক এ ভাষাতেই শাহরুখ টুইট করলেন। লিখলেন,’ সূর্য আসলে একাই জ্বলে ওঠে। অন্ধকার কাটিয়ে ফের জ্বলে ওঠে। ধন্যবাদ সবাইকে পাঠানকে উজ্জ্বল করে তোলার জন্য।’

[আরও পড়ুন: প্রেমের ছবিতে জুটি বাঁধছেন পাওলি-ঋত্বিক, পরিচালনার দায়িত্বে পৃথা চক্রবর্তী]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement