Advertisement
Advertisement

Breaking News

Shah Rukh Khan

হোয়াইট হাউসে ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানে মোদিকে স্বাগত, মুম্বইয়ে বসে ‘চিয়ারলিডার’ শাহরুখ

প্রধানমন্ত্রীর মার্কিনি সফর নিয়ে মুম্বই থেকেই চিয়ার লিডারের ভূমিকায় কিং খান।

Shah Rukh Khan reacts to PM Modi being welcomed at White House to Chaiyya Chaiyya song | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:June 26, 2023 3:10 pm
  • Updated:June 26, 2023 3:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবনির্মিত সাংসদ ভবন নিয়ে দিন কয়েক আগেই মোদি-স্তূতি শোনা গিয়েছিল শাহরুখ খানের মুখে। এবার প্রধানমন্ত্রীর মার্কিনি সফর নিয়ে মুম্বই থেকেই চিয়ার লিডারের ভূমিকায় কিং খান।

প্রসঙ্গত, মার্কিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে বলিউড গানকেই বেছে নিয়েছিলেন তাঁরা। এদিন মোদির হোয়াইট হাউসে পা রাখার সন্ধিক্ষণে দক্ষিণ এশিয়ার ক্যাপ্পেলা গ্রুপ পেন মশালা বলিউডি গান গেয়ে ওঠে। তাঁদের সম্মিলিত কণ্ঠে শোনা যায় নয়ের দশকের ‘দিল সে’ ছবির সুপারহিট গান ‘ছাঁইয়া ছাঁইয়া’।

Advertisement

যে গানে মালাইকা অরোরার শরীরী মোচড় ঝড় তুলে দিয়েছিল পুরুষ হৃদয়ে, লাখো মহিলাদের হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল চলন্ত ট্রেনের ওপর শাহরুখের নাচ দেখে, সেই গানেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হোয়াইট হাউসে স্বাগত জানানো হল। আর সেই প্রসঙ্গেই উচ্ছ্বসিত শাহরুখ খান।

[আর পড়ুন: কেরলের পর ছত্তিশগড়, প্রকাশ্যে সুদীপ্ত সেনের মাও আন্দোলন প্রেক্ষাপটে ছবির পোস্টার]

২৫ জুন, রবিবারই বলিউড বাদশার ফিল্মি কেরিয়ারে ৩১ বছর পূর্ণ হল। সেই উপলক্ষে টুইটারে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব করেন তিনি। বাদশার #Askmeanything সেশনেই এক অনুরাগী মোদি প্রসঙ্গে জিজ্ঞেস করেন তাঁকে। তার প্রেক্ষিতেই শাহরুখের মুখে দুষ্টুমিষ্টি উত্তর শোনা যায়।

জনৈক নেটাগরিক জিজ্ঞেস করেন, “মোদিজিকে হোয়াইট হাউসে আপনার ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানে স্বাগত জানানো হয়, এতে আপনার কী প্রতিক্রিয়া?” এপ্রসঙ্গে শাহরুখের জবাব, “ইশ, আমি ওখানে থাকলে আমি নাচতাম। তবে ওঁরা মনে হয় হোয়াইট হাউসের ভিতরে ট্রেন রাখার অনুমতি দেবে না।”

[আর পড়ুন: ‘আদিপুরুষ’কে ঢিল শেহওয়াগের! প্রভাস ভক্তদের পাটকেল, ‘আপনার রানের থেকে বেশি কামিয়েছে’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement