Advertisement
Advertisement

ফিরল ‘ডর’-এর স্মৃতি, ক্যাটরিনার জন্য সংলাপ বদলে ফেললেন শাহরুখ

কী করলেন কিং খান?

Shah Rukh Khan poses with an ice cream in front of Katrina Kaif's poster
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 18, 2018 2:28 pm
  • Updated:August 13, 2019 6:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক-ক-ক…কিরণ… এ সংলাপ মানেই ‘ডর’। এ সংলাপ মানেই শাহরুখ খানের সেই স্টাকর মূর্তি। আজ এতবছর পরেও যে সংলাপ ভুলতে পারেন না হিন্দি সিনেমার দর্শকরা। তবে এবার নিজের আইকনিক সংলাপে সামান্য বদল আনলেন খোদ কিং খান। তাও আবার ক্যাটরিনা কাইফের জন্য।

 আর্থিক প্রতারণা নিয়ে শর্ট ফিল্ম, নায়ক সেই তাপস পাল ]

Advertisement

ব্যাপারখানা কী? ‘জিরো’ ছবির শুটিংয়ে ক্যাটরিনার সঙ্গে দেদার খুনসুঁটিতে মেতেছেন বলি বাদশা। দিন কয়েক আগেই ক্যাটরিনাকে নিজের মিডিয়া ম্যানেজার হিসেবে ঘোষণা করেছেন। আর এবার ক্যাটরিনার ছবির সামনে দাঁড়িয়ে নিজেরই বিখ্যাত ছবির ঢঙে পোজ দিলেন। হাতে ধরলেন আইসক্রিম। বলিউডের দর্শকমাত্রেরই মনে পড়ে যাবে ‘ডর’ ছবির কথা। যেখানে জুহি চাওলার ছবির সামনেও এভাবে আইসক্রিম হাতে দাঁড়িয়েছিলেন স্টকার শাহরুখ। ছবিতে ছিল সেই সংলাপ। তুতলে কিরণ ডাকার সেই ভঙ্গি এখন শাহরুখের পরিচিতি হয়ে গিয়েছে বলা যায়। বাকি বহু ছবিতে তিনি না তোতলালেও, ওই একটি সংলাপ এমন আইকনিক যে, বাদশার পরিচয় দিতে গেলে সকলে তোতলামিকেই সামনে নিয়ে আসেন। পরে এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, সকলে যেভাবে নকল করে তিনি সেভাবে বলেননি। এখন বাকিদের নকল শুনতে শুনতে তিনি তিতিবিরক্ত হয়ে ওঠেন। এমনকী তাঁর ছেলেও এ নিয়ে তাঁকে মশকরা করতে ছাড়ে না। সেটে নায়িকার সঙ্গে খুনসুঁটি করতে গিয়ে নিজের সেই আইকনিক পোজ ও সংলাপের কাছেই ফিরিছেন শাহরুখ। তবে একটু বদলে দিয়েছেন। কিরণের জায়গায় বসিয়েছেন ক্যাটরিনাকে।

অন্যদিকে ক্যাটরিনাও কম যান না। তিনি নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, কোনও একটা বিষয় নিয়ে গভীর আলোচনায় মগ্ন নায়ক নায়িকা। তবে ছবির ক্যাপশনে লেখা, আইসক্রিম খাওয়ার আগের অভিব্যক্তি। এদিকে শাহরুখ বলছেন, ক্যাটরিনা নাকি আইসক্রিম খান না। দেখেশুনে ফ্যানরা বলছেন, খুনসুঁটি বেশ ভালই জমেছে। তাঁদের একটাই প্রশ্ন, সলমন সব দেখছেন তো?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement