Advertisement
Advertisement

Breaking News

SRK Amabani Ganesh Chaturthi

ধর্মে বহুদূর, আম্বানিতে মিলায়…! মুকেশ-নীতার গণেশ পুজোয় আরতি শাহরুখের, দেখুন

আম্বানিদের গণপতি পুজোয় শাহরুখ খান।

Shah Rukh Khan performs aarti at Amabani's Ganpati celebration | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 20, 2023 3:59 pm
  • Updated:September 20, 2023 3:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধের বাংলো মন্নতে ইদের পাশাপাশি প্রতিবছরই দিওয়ালি, গণেশ পুজো, ক্রিসমাসের মতো নানা ধর্মের অনুষ্ঠান পালন করেন শাহরুখ খান (Shah Rukh Khan)। স্ত্রী গৌরী এবং সন্তান নিয়ে মেতে ওঠেন পুজোয়। এবছরও তার অন্যথা হয়নি। মঙ্গলবার থেকে দেশজুড়ে যখন গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2023) পালিত হচ্ছে, তখন সেই উৎসবের আমেজে গা ভাসিয়েছেন খোদ বলিউড বাদশা ‘জওয়ান’ও। পৌঁছে গিয়েছেন আম্বানিদের বাড়ির গণেশ পুজোর অনুষ্ঠানেও। সেই ভিডিও বর্তমানে নেটপাড়ার ভাইরাল।

আম্বানিদের (Nita & Mukesh Ambani) গণপতি উৎসবে এদিন সন্ধেবেলায় সপরিবারে হাজির হয়েছিলেন শাহরুখ খান। অ্যান্তেলিয়ার ভিতর থেকেই এক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই দেখা গেল, নিজের বাড়ির পুজোয় বাদশাকে পেয়ে খুশিতে জড়িয়ে ধরে স্বাগত জানালেন নীতা আম্বানি। পুরোহিতের দেওয়া গেরুয়া উত্তরীয় গলায় জড়িয়ে গণপতিকে সন্ধ্যারতি করে আশীর্বাদও নিতে দেখা গেল শাহরুখকে। অন্যদিকে কিং খানের ছোট ছেলে অ্যাব্রামের সঙ্গে দীপিকা পাড়ুকোনের খুনসুটিও নজরে পড়ল। ছিলেন সুহানা ও গৌরী খানরাও। 

Advertisement

আর শাহরুখের পুজোর সেই ভিডিও দেখেই নেটপাড়ার একাংশের মন্তব্য, “ধর্ম ভিন্ন হলেও আম্বানিরাই সকলকে একছাদের তলায় নিয়ে আসেন।” কারও বা আবার মন্তব্য, “এটা আসলে কিং খান পাওয়ার।”

[আরও পড়ুন: চপ্পল পরে গণেশ পুজো! সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েও কটাক্ষের শিকার ফারহা খান]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারেও গোটা বলিউড আম্বানিদের পুজোয় আমন্ত্রিত। শাহরুখের পাশাপাশি গোটা বচ্চন পরিবার, সিদ্ধার্থ-কিয়ারা, রেখা, অনিল কাপুর, রণবীর-দীপিকা, শাহিদ কাপুর, দুই মেয়ে খুশি-জাহ্নবীকে নিয়ে হাজির ছিলেন বনি কাপুরও। এছাড়াও অ্যান্তেলিয়ার গণেশ চতুর্থীর প্রথম দিনের অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন সলমন খান, ভাই ইব্রাহিমকে নিয়ে সারা আলি খান-সহ বলিপাড়ার আরও অনেক তারকাই।

[আরও পড়ুন: আম্বানিদের অনুষ্ঠানে শাহিদের ফটোসেশনের মাঝে ঢুকে পড়লেন হার্দিক-ঈশান, তারপর…]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement