Advertisement
Advertisement

Breaking News

Shah Rukh Salman

একা সলমনে রক্ষে নেই, দোসর শাহরুখ! ‘টাইগার’কে বাঁচাতে এবার পাকিস্তানে কিং ‘পাঠান’

বক্স অফিসে ব্যবসা আনতে বাদশাই 'ব্রহ্মাস্ত্র'!

Shah Rukh Khan Pathan to save Tiger Salman from Pakistan jail | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 14, 2023 8:08 pm
  • Updated:September 14, 2023 8:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘জওয়ান’ (Jawan)। একা হাতে বলিউডের ব্যবসার হাল ফিরিয়ে খান সাম্রাজ্যের ‘বাদশা’ শাহরুখ খানের (Shah Rukh Khan) প্রত্যাবর্তন ঘটেছে। ‘লাল সিং চাড্ডা’ সিনেবাজারে মুখ থুবড়ে পড়ার পর বিরতি ঘোষণা করেছেন আমির খান। অন্যদিকে সলমন খানের (Salman Khan) ‘কিসি কা ভাই কিসি কি জান’ও ভাল ব্যবসা দিতে পারেনি। সেই প্রেক্ষিতে বলিউডের খান সাম্রাজ্যের মসনদে একাই রাজত্ব করছেন শাহরুখই। ‘পাঠান’-এর দৌলতে যশরাজ ফিল্মসের ‘ফ্লপ’ তকমাও ঘুচিয়েছিলেন কিং খানই। এবার ‘টাইগার’ (Tiger 3) ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি হিট করাতেও সেই বাদশাকেই ‘ব্রহ্মাস্ত্র’ হিসেবে ব্যবহার করছেন প্রযোজক আদিত্য চোপড়া!

‘পাঠান’ ছবিতে ১৫ মিনিটের অ্যাকশন সিকোয়েন্সে ক্যামিওর চরিত্রে ঝড় তুলে দিয়েছিলেন সলমন খান। এবার দোসর শাহরুখ পাকিস্তানে যাবেন ‘টাইগার’ ভাইজানকে বাঁচাতে। আরেকটু খোলসা করে বলতে গেলে, ‘টাইগার ৩’ ছবির এক দৃশ্যে সলমন খানকে জেল ভেঙে বের করতে দেখা যাবে ‘পাঠান’ শাহরুখকে। চলতি বছর দীপাবলিতে বড়পর্দায় দেখার আগে জেনে নিন চমকপ্রদ তথ্য।

Advertisement

[আরও পড়ুন: হাজার কোটির দুর্নীতিতে গোবিন্দার নাম, পুলিশি জেরার মুখে বলিউডের ‘হিরো নম্বর ১’]

Tiger-Vs-Pathaan

সূত্রের খবর, ‘পাঠান’ শাহরুখ এবার পাকিস্তানের জেল থেকে ‘টাইগার’ সলমনকে (Shah Rukh, Salman) বের করবেন। যেহেতু ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তিন নম্বর সিনেমার গল্প পাকিস্তানের প্রেক্ষাপটেই সাজানো হয়েছে। সেই জেল ভাঙার দৃশ্যের জন্য সেট পড়েছিল মুম্বইয়ের মাড আইল্যান্ডে। শোনা গিয়েছে, প্রযোজক আদিত্য চোপড়া নাকি শুধুমাত্র এই দৃশ্যের জন্যই ৩৫ কোটি টাকা খরচ করেছেন। আর সেই অ্যাকশন সিকোয়েন্সই সিনেমায় গল্পের মোড় ঘোরাবে। ঠিক যেমনটা ‘পাঠান’-এর ক্ষেত্রে হয়েছিল। শত্রুদের সঙ্গে লড়তে গিয়ে যখন দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল শাহরুখের, তখন ত্রাতা হিসেবে হাত বাড়িয়ে দিয়েছিলেন ‘টাইগার’ সলমনই। তেমনই কিছু চমক এবার দর্শকদের জন্য অপেক্ষা করছে ‘টাইগার ৩’ ছবিতে। অতঃপর দিওয়ালির বক্সঅফিসে যে এবার আরেকটা ধুন্ধুমার কাণ্ড ঘটতে চলেছে, তা হলফ করে বলা যায়।

[আরও পড়ুন: ‘রাজত্ব বজায় থাকুক’, ‘জওয়ান’ দাপটে মুগ্ধ সোনু সুদ, আপ্লুত শাহরুখের মন্তব্য, ‘ভাইকে পেলাম’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement