Advertisement
Advertisement

Breaking News

Don 3

রণবীরকে বাঁচাতে ফারহানের নতুন ফন্দি, ‘ডন ৩’ ছবিতে জুটি বাঁধছেন অমিতাভ-শাহরুখ!

কবে থেকে শুরু হচ্ছে এই ছবির শুটিং?

Shah Rukh Khan pass the ‘Don’ title to Ranveer Singh in Farhan Akhtar’s ‘Don 3 | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 26, 2023 1:57 pm
  • Updated:August 26, 2023 2:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহুদিন ধরেই বলিউডের গুঞ্জনে ছিল ফারহান আখতার নাকি ফের ‘ডন’ ছবির সিক্যুয়েল আনতে চলেছেন। শোনা যাচ্ছিল, এই নতুন ‘ডনে’র চিত্রনাট্যও নাকি একেবারে তৈরি। এমনকী, এই ছবিতে নাকি বড়সড় চমক দিতে চলেছেন পরিচালক, এমন খবরও শোনা গিয়েছিল। আর এবার সেই চমকের কথাই এল সামনে।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। ফারহান আখতারের ঘনিষ্ঠর কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘ডন থ্রি’ (Don 3) ছবিতে অভিনয় করতে দেখা যাবে শাহরুখ খান, অমিতাভ বচ্চনকে। ফারহান, দুই প্রজন্মের দুই ‘ডন’কে একসঙ্গে পর্দায় আনতে চলেছেন ‘ডন থ্রি’র মধ্যে দিয়ে। শাহরুখের পরে রণবীর সিংকেই ‘ডনে’র দায়িত্ব দিতে চলেছেন ফারহান।

Advertisement

শাহরুখের ঝুলিতে এখন অজস্র ছবি। রয়েছে ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’ ছবি। শোনা যাচ্ছে, ফারহানের সঙ্গে নাকি নানা বৈঠকেই বসছেন রণবীর, শাহরুখ, অমিতাভ। ছবি নিয়ে চলছে প্রচুর আলোচনা। 

[আরও পড়ুন: দেব-প্রসেনজিৎকে খোলা চ্যালেঞ্জ ‘বং গাই’ কিরণের, পালটা জবাব দুই সুপারস্টারের]

ফারহান আখতারের ‘ডন ৩’ ছবিকে ঘিরে চর্চা তুঙ্গে। নিত্যদিন নিত্যনতুন আপডেট আসছে। পয়লা ঝলকেই ‘ডন’ অবতারে দর্শকদের নজর কাড়তে ‘অপারগ’ রণবীর সিং! ধেয়ে এসেছে একের পর এক কটাক্ষবাণ! তবে ডনের রোমার চরিত্রে কাকে দেখা যাবে? তা নিয়ে কৌতূহল তুঙ্গে অনুরাগীদের। কখনও শোনা যাচ্ছে, কিয়ারা আডবানি, আবার কখনও বা কৃতী শ্যাননের নাম উঠে আসছে। তবে এবার শোনা গেল, রোমার ভূমিকায় কৃতী কিংবা কিয়ারা কেউই নন, বরং রণবীর সিং-ঘরনি দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে।

উল্লেখ্য, দিন কয়েক আগেই ‘ডন’ প্রযোজক রীতেশ সিধওয়ানির অফিসে ঢুঁ মেরেছিলেন কিয়ারা। সেই থেকেই জল্পনা সূত্রপাত যে তাঁকে বোধহয় আইকনিক রোমার চরিত্রে দেখা যাবে। তার দিন দুয়েক কাটতে না কাটতেই শোনা গিয়েছিল, ‘ডন’-এর তৃতীয় ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন কৃতী শ্যানন। এই দুই অভিনেত্রীর কাস্টিংই মনে ধরেনি নেটপাড়ার! অনেকেই প্রকাশ্যে মতপোষণ করেছেন যে, রোমার চরিত্রে কৃতী কিংবা কিয়ারা কাউকেই মানাবে না। তবে রবিবার বলিউড মাধ্যম সূত্রে বড়সড় খবর ফাঁস হল।

কানাঘুষো শোনা যাচ্ছে, রণবীর সিংয়ের ‘ডন ৩’ সিনেমা হিট করতে ‘তুরুপের তাস’ হিসেবে দীপিকা পাড়ুকোনকেই রোমার ভূমিকায় ভাবছেন নির্মাতারা। কারণ তাঁরা, রণবীরের সঙ্গে প্রথম সারির কোনও নায়িকাকেই ফিমেল লিড হিসেবে দেখতে চাইছেন। তাছাড়া, রোমার চরিত্রে জন্য যে ধরণের অ্যাকশন সিকেয়েন্স শুট করতে হবে, তা অ্যাথলিট দীপিকার পক্ষে খুব একটা কঠিন হবে না, বলেই মনে করছেন নির্মাতারা। দীপিকার গড়নও রোমার ভূমিকার জন্য এক্কেবারে পারফেক্ট হবে।

[আরও পড়ুন: ভাড়ার ফ্ল্যাটে উদ্ধার জনপ্রিয় নায়িকার ঝুলন্ত দেহ, আত্মহত্যা না খুন? তদন্তে পুলিশ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement