Advertisement
Advertisement

Breaking News

Pathaan

‘কোটি কোটি টাকা নয়, আমি ভালবাসা চাই!’ ‘পাঠানে’র রেকর্ড ব্যবসা দেখে আপ্লুত শাহরুখ

পাঠানের উন্মাদনার জেরে টিকিটের দাম কমল দিল্লিতে।

Shah Rukh Khan on Pathaan Mints Rs 640 Crores In A Week | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 1, 2023 6:58 pm
  • Updated:February 1, 2023 6:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্বজুড়ে পাঠান ঝড়। ইতিমধ্য়েই বিশ্বজুড়ে পাঠানের আয় ৬৪০ কোটি টাকা। মাত্র এক সপ্তাহেই বক্স অফিসে দারুণ ব্যবসা করে ফেলেছে এই ছবি। তবে কিং খান কিন্তু টাকায় নয়, বিশ্বজুড়ে তাঁর অনুরাগীরা যেরকম ভালবাসায় ভরিয়ে দিয়েছে তাঁর পাঠানকে তা নিয়েই সবচেয়ে বেশি খুশি। তাই তো সংবাদমাধ্যমকে শাহরুখ জানিয়েছেন, ‘কোটি কোটি টাকা নয়, আমি ভালবাসার জন্য ক্ষুধার্ত।’

পাঠান ঝড় এখনও অব্যাহত। দেশজুড়ে সব সিনেমা হলে এখনও হাউজফুল এই ছবি। দর্শকদের মধ্য়েও উন্মাদনা রয়েছে। সবাই যাতে পাঠান দেখতে পারে, সেই কারণে দিল্লিতে কমানো হল টিকিটের দাম। জানা গিয়েছে, ২৫ শতাংশ দাম কমানো হয়েছে পাঠান ছবির টিকিটের।

Advertisement

একের এক রেকর্ড ভেঙে চলেছে পাঠান (Pathaan)। এবার দেশ-বিদেশের ব্যবসা মিলিয়ে ৬০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল শাহরুখ খানের (Shah Rukh Khan) কামব্যাক সিনেমা। শুধু দেশের ব্যবসার নিরিখে ৬০০ কোটির বেশি আয় করে ফেলেছে ছবিটি।

[আরও পড়ুন: কলকাতার অলিগলিতে এক যুবককে খুঁজছেন ইয়ামি গৌতম, ‘লস্ট’ ছবির ট্রেলার জুড়ে রহস্য]

প্রসঙ্গত, একগুচ্ছ রেকর্ড ঝুলিতে পুরেছে শাহরুখ খানের কামব্যাক ছবি। ছুটির দিনে মুক্তি না পেয়েও বক্স অফিসে পেয়েছে দারুণ ওপেনিং। দেশ-বিদেশ মিলিয়ে ‘পাঠান’-এর প্রথম দিনের আয় ১০৬ কোটি টাকা। যার মধ্যে দেশে ‘পাঠান’ মোট ৫৭ কোটি টাকার ব্যবসা করেছে। এর মধ্যে ৫৫ কোটি টাকা হিন্দি ভার্সানের মাধ্যমে আয় হয়েছে। আর ডাবিং ভার্সানের আয় ২ কোটি। দ্বিতীয় দিন ‘পাঠান’ অর্থাৎ সাধারণতন্ত্র দিবস তথা সরস্বতী পুজোর দিন ১১৩.৬০ কোটি টাকা আয় হয়েছে শাহরুখের কামব্যাক ছবির।

দ্বিতীয় ও চতুর্থ দিনেও ‘পাঠান’-এর সাফল্যের এই ধারা অব্যাহত রয়েছে। চার দিনে ভারতে ২৬৫ কোটি টাকার ব্যবসা করেছে কিং খানের ছবি। বিদেশে এই চারদিনে ‘পাঠান’-এর আয় ১৬৪ কোটি টাকা। অর্থাৎ চার দিনে ৪২৯ কোটি টাকার ব্যবসা করেছে শাহরুখের ছবি। পঞ্চম দিনে তা পাঁচশো কোটি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

‘পাঠান’ যশরাজ ব্যানারে তৈরি প্রথম ছবি যা প্রথম দিনে সর্ব্বোচ্চ ব্যবসা করেছে। শাহরুখ খানের প্রথম ছবি, যা প্রথম এবং দ্বিতীয় দিনে সর্বোচ্চ অঙ্ক ছুঁয়েছে। দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের প্রথম ছবি, যা মুক্তির দিন এবং তার পরের দিনে এত আয় করেছে। সাফল্যের এই ধারা আগামী সপ্তাহেও অব্যাহত থাকবে বলেই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: নেটফ্লিক্সে আসছে নয়া তথ্যচিত্র ‘দ্য রোমান্টিকস’, থাকছেন অমিতাভ, শাহরুখও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement