Advertisement
Advertisement

Breaking News

Shah Rukh Khan

জাপানেও ব্লকবাস্টার ‘জওয়ান’, ‘মেড ইন ইন্ডিয়া’ বুক ফুলিয়ে ধন্যবাদ শাহরুখের

'দেশদ্রোহী' কটাক্ষের শিকার হয়েও গর্বের সঙ্গে দেশের বার্তা জাপানে পৌঁছে দিলেন কিং খান।

Shah Rukh Khan On Jawan's Success In Japan
Published by: Sandipta Bhanja
  • Posted:December 2, 2024 6:04 pm
  • Updated:December 2, 2024 6:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “জওয়ান আসলে দেশের জনতার সম্মিলিত কণ্ঠস্বর…”, এই মন্ত্রেই তেইশ সালের বক্সঅফিসে অশ্বমেধের ঘোড়া ছুটিয়েছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আসমুদ্র হিমাচল চেয়ে দেখেছিল বাদশাহি প্রত্যাবর্তন। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সেই সিনেমা সম্প্রতি রিলিজ করেছে জাপানে। আর সেদেশেও রীতিমতো খেল দেখাচ্ছেন বাদশা। পর পর সব শো হাউসফুল। এবং হিট। ভারতের ‘জওয়ান’ (Jawan) নিয়ে জাপানের এহেন উন্মাদনা দেখে আপ্লুত কিং খানও।

ধর্ম নিরপেক্ষ দেশ হলেও একাধিকবার পদবীর জেরে ‘দেশদ্রোহী’ খোঁটা খেতে হয়েছে। শুধু তাই নয়, ভারতীয় সিনেমায় তাঁর অবদান ভুলে নেটপাড়াতেও বারবার দাবি করা হয়েছে, ‘পাকিস্তানে চলে যান।’ তৎসত্ত্বেও বারবার কিং খান বিদেশের ময়দানে গর্বের সঙ্গে ভারতের সংস্কৃতি তুলে ধরেছেন। এবার বুক ফুলিয়ে জাপানে ‘জওয়ান’ ঝড়ের নমুনা দেখালেন বাদশা। এক্স হ্যান্ডেলে সেদেশের একটি ভিডিও শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘জাপানে ‘জওয়ান’ যেরকম ভালোবাসা পাচ্ছে, সবার প্রতিক্রিয়াই আসছে আমার কাছে। অসংখ্য ধনব্যবাদ সকলকে। আশা করি, সিনেমাটা আপনারা উপভোগ করছেন। ভারতে তৈরি এই ছবি বিশ্বের জন্য উপহার। সব জায়গায় সকলে ছবিটা এত উপভোগ করছেন দেখে আমি উচ্ছ্বসিত। জাপানে যাঁরা ‘জওয়ান’ দেখেছেন তাঁদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।’

Advertisement

Shah Rukh Khan Fan watching Jawan with Ventilator, watch

বিগত তিন দশকের ফিল্মি কেরিয়ারে এই ছবিতেই প্রথমবার শাহরুখ খান বুক ঠুকে রাজনীতির মুখোমুখি হয়েছেন কিং খান। ‘জওয়ান’ (Jawan) সিনেমার মাধ্যমেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মরচে ধরা সিস্টেমকে। কোনওরকম রেয়াত না করেই ‘জওয়ান’ (SRK Jawan) ছবির মাধ্যমে সরাসরি সাধারণ মানুষের কাছে প্রশ্ন রেখেছেন কিং খান- “দোকানে চাল-ডাল কিনতে গেলে ভাল না খারাপ প্রশ্ন করেন। দরদাম করেন, কিন্তু ৫ বছরের জন্য যখন কাউকে সরকারে আনতে ভোট দেন, তখন কি তার কাছে যাচাই করতে যান যে, বেকারত্ব ঘুচবে কিনা, শিক্ষার অধিকার পাওয়া যাবে কিনা কিংবা পরিবারের সদস্যদের কেউ অসুস্থ হলে সঠিক চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে কিনা? এরপর থেকে যাচাই করে ভোট দিন।” সিনেমার একেকটা প্লটে কখনও দেশে অর্থনৈতিক কেলেঙ্কারি, কখনও অস্ত্র দুর্নীতি আবার কখনও বা ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থাকে তুলে ধরেছে ‘জওয়ান’। নেপথ্যের কারিগর নিশ্চয় অ্যাটলি। তবে ‘মাস হিরো’ শাহরুখের দৌলতেই এই বার্তা তিনি পৌঁছে দিয়েছেন আমজনতার কাছে। রোজকার ডাল-ভাতের চিন্তা করা আমজনতাকে শিখিয়ে দিলেন ‘পরিবর্তন পরিবর্তন’ করে চেঁচালেই হয় না, জনতাই আসল জনার্দন। গণতন্ত্রের আওয়াজ কতটা শক্তিশালী, নির্বিকার জনতাকে তাঁদের ভাষাতেই বুঝিয়েছেন শাহরুখ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement