Advertisement
Advertisement

Breaking News

Shah Rukh Khan

মন্নতের সামনে দাঁড়িয়েই গিনেস রেকর্ড শাহরুখ-ভক্তদের, বিরল দৃশ্যের সাক্ষী ‘বাদশা’ খোদ

বলিউডের ইতিহাসে প্রথমবার।

Shah Rukh Khan makes rare appearance at Mannat, his fans create unique Guinness World Record | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:June 11, 2023 7:47 pm
  • Updated:June 11, 2023 7:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকাদের গিনেস রেকর্ড নতুন নয়। তবে এবার কিনা অনুরাগীদের কেরামতিতে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন শাহরুখ খান। বলিউডের ইতিহাসে সম্ভবত এই প্রথম। মন্নতের সামনে দাঁড়িয়ে বিশ্বরেকর্ড করলেন কিং খান ভক্তরা। আর সেই বিরল দৃশ্যের সাক্ষী রইল বাদশা খোদ।

শাহরুখ খান। ভক্তদের কাছে এক আবেগের নাম। শনিবার বিকেলে সকলকে চমকে দিয়েই দরবারে দেখা দিলেন বাদশা। এলেন, চুমু ছুঁড়লেন আর ভক্তদের আবেগে ভাসালেন কিং খান। মন্নতের বাইরের রাস্তায় তখন উল্লাসে ফেটে পড়েছেন অনুরাগীরা। কারও বা চোখের কোণ চিকচিক করে উঠল! কিং খান তখন মন্নতের ছাদে সিগনেচার পোজে দাঁড়িয়ে। এদিকে রাস্তায় দাঁড়ানো প্রায় তিনশোরও বেশি অনুরাগী বাদশাকে অনুকরণ করে ছড়িয়ে দিলেন দু’হাত। এই প্রথম শাহরুখ খানের সিগনেচার পোজ একসঙ্গে এত সংখ্যক ভক্তরা অনুকরণ করে গিনেস রেকর্ড করলেন। এই গোটা বিষয়টির নেপথ্যে অবশ্য কৃতিত্ব স্টার গোল্ড চ্যানেলের।

Advertisement

সংশ্লিষ্ট চ্যানেলেই এবার রিলিজ করতে চলেছে ‘পাঠান’। যার জন্য শনিবার মন্নতের ছাদে দেখা দেন শাহরুখ। একদল ডান্সারকেও দেখা যায় ‘পাঠান’-এর গানে নাচ করতে। প্রচারের জন্য চ্যানেলের বিশেষ টি-শার্ট পরেছিলেন তাঁরা।

[আরও পড়ুন: ‘রাবণের থেকে রাম-লক্ষ্মণ ঢের ভদ্র’, জিৎকে ভয়ংকর কটাক্ষ টলিউড প্রযোজকের!]

প্রসঙ্গত, ‘পাঠান’ রিলিজ করার সময়ও কোনওরকম সংবাদমাধ্যমের দ্বারস্থ হননি কিং খান। শুধুমাত্র মন্নতের বারান্দায় দাঁড়িয়ে অনুরাগীদের একঝলক দেখা দিয়েই সিনেমা সুপারহিট করে দেখিয়েছেন শাহরুখ খান। কিং খানের সেই স্ট্র্যাটেজি যে হিট, বক্সঅফিসের রেজাল্টই তার প্রমাণ। এবার টেলিপর্দায় রিলিজের আগেও সেই একই পথে হাঁটলেন বাদশা।

[আরও পড়ুন: ‘করণ জোহর শকুনি, রণবীর দুর্যোধন! জেলে পাঠাব’, এবার আরও নোংরা আক্রমণ কঙ্গনার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement