Advertisement
Advertisement
SRK-Madhuri at IIFA 2025

শাহরুখ-মাধুরীর রোমান্টিক নাচে জমে ক্ষীর আইফা জলসা, ফের ‘ব্লকবাস্টার’ জুটিকে চাইছে ভক্তরা

একদশক বাদে একমঞ্চে একফ্রেমে শাহরুখ-মাধুরী।

Shah Rukh Khan, Madhuri Dixit Light Up IIFA Stage With Performance
Published by: Sandipta Bhanja
  • Posted:March 10, 2025 9:39 pm
  • Updated:March 10, 2025 9:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জয়পুরে আইফার জলসায় ‘দিল তো পাগল হ্যায়’ জুটি একফ্রেমে ধরা দিয়ে অনুরাগীদের সত্যিই পাগল করে দিলেন। ২৫তম আইফা অ্যাওয়ার্ড-এর অন্যতম চমক ছিল শাহরুখ-মাধুরীর (Shah Rukh Khan, Madhuri Dixit) রোমান্টিক পারফরম্যান্স। আর আইফার মঞ্চ থেকে সেই ঝলক প্রকাশ্যে আসতেই দুরন্ত গতিতে ভাইরাল নেটপাড়ায়। যা দেখে অনুরাগীদের দাবি, বলিউডের পর্দায় আবারও ফিরে আসুক নব্বইয়ের দশকের এই ‘ব্লকবাস্টার’ জুটি।

‘দিল তো পাগল হ্যায়’ সিনেমার পঁচিশ বছর পার। ছবির বয়স বাড়লেও তারকাজুটির চেহারায় কিন্তু এখনও বয়স চোখ রাঙায়নি। ১৩ বছর বাদে IIFA পুরস্কারের মঞ্চে জুটিতে ফিরলেন শাহরুখ খান এবং মাধুরী দীক্ষিত। আর প্রত্যাবর্তন করেই কাঁপন ধরিয়ে দিলেন তারকাজুটি। উসকে দিলেন নয়ের দশকের ‘হিট’ নস্ট্যালজিয়া। সম্প্রতি তাঁদের মহড়ার ভিডিও ফাঁস হয়েছিল। যা দেখে কৌতূহলের পারদ চড়েছিল। আর সোমবার পারফরম্যান্সের ঝলক প্রকাশ্যে আসতেই সরগরম নেটপাড়া। ভিডিওতেই দেখা গেল, সোনালি রঙের শিমারি শার্ট এবং কালো ট্রাউজার্স পরনে শাহরুখ খান। অন্যদিকে মাধুরী দীক্ষিতের পরনে কালো রঙের শিমারি শাড়ি। মঞ্চে যখন দুজনে রোমান্টিক পারফরম্যান্সে ব্যস্ত, তখন দর্শকাসনে বসে থাকা সকলের হাততালি আর সিটির আওয়াজে জমজমাট আইফার জলসা। সেই ভিডিও দেখে ততোধিক আপ্লুত দুই তারকার অনুরাগীরা। তাঁরা চাইছেন, বলিউডের পর্দায় আবারও ফিরুক শাহরুখ-মাধুরী জুটি।

Advertisement

‘কোয়েলা’, ‘আনজাম’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘হাম তুমহারে হ্যায় সনম’ থেকে ‘দেবদাস’-এর মতো একাধিক সিনেমায় জুটি বেঁধেছেন শাহরুখ-মাধুরী। যেসব ছবি আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে। আইফার মঞ্চে সেসব স্মৃতিই ফিরিয়ে দিলেন তাঁরা একসঙ্গে। অনেকে অবশ্য জুটির ‘দিল তো পাগল হ্যায়’ গানের পারফরম্যান্সে করিশ্মা কাপুরকে মিস করলেন!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub