Advertisement
Advertisement

Breaking News

Shah Rukh Khan

‘বাবা এবার তুমি খুশি তো?’, KKR জিততেই শাহরুখকে জড়িয়ে হাউহাউ করে কান্না সুহানার!

চিপক থেকে ভাইরাল 'ফ্যামিলি ম্যান' শাহরুখের আবেগী পারিবারিক মুহূর্ত। দেখুন ভিডিও।

Shah Rukh Khan hugs crying suhana, celebrates with AbRam, Aryan as KKR wins IPL 2024
Published by: Sandipta Bhanja
  • Posted:May 27, 2024 9:18 am
  • Updated:May 27, 2024 9:18 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থতাকে অগ্রাহ্য করে রবিবার বিকেলেই কেকেআর টিমকে টনিক জোগাতে চেন্নাই পৌঁছেছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। ম্যাচ শুরু হওয়ার পর চিপক গ্যালারি থেকে ভাইরাল হয় মাস্কে ঢাকা বাদশার উদ্বিগ্ন মুখ! ঠিক রাত সাড়ে ১০টা। বদলে গেল কিং খানের চেহারা। বাদশার তখন আর পায় কে? দল আইপিএল চ্যাম্পিয়নের খেতাব জিততেই জড়িয়ে ধরলেন পাশে বসে থাকা স্ত্রী গৌরী খানকে। ভাইরাল হল তাঁদের আবেগী আদুরে চুমু। এমএ চিদম্বরম স্টেডিয়াম থেকে এদিন দফায় দফায় প্রকাশ্যে আসে শাহরুখের মিষ্টি পারিবারিক মুহূর্ত। যা কিনা আপাতত নেটপাড়ায় ভাইরাল। তবে অনুরাগীদের চোখ ভিজল বাবা-মেয়ের আবেগ দেখে।

এই গোটা আইপিএল মরশুমে একেবারে বাবার ছায়াসঙ্গী হয়ে থাকতে দেখা গিয়েছে সুহানা খানকে (Suhana Khan)। আহমেদাবাদে বাবার হাসপাতালে ভর্তি হওয়ার সময়ও খেয়াল রেখেছেন। রবিবার বিকেলেও যখন কিং মুম্বই থেকে আহমেদাবাদের জন্য রওনা হচ্ছেন, তখনও সুহানাকে দেখা গেল ভাই অ্যাব্রামকে নিয়ে বাবার পাশে। এদিন নাইট বাহিনী জিততেই মেয়ে সুহানা শাহরুখকে জাপটে ধরে কেঁদে ফেললেন। চোখে জল নিয়েই বাবার কাছে তাঁর প্রশ্ন, ‘তুমি খুশি তো?’ মেয়েকে বুকে টেনে নিলেন বাদশা। সেই আবেগী ক্যামেরাবন্দী মুহূর্তই বর্তমানে নেটপাড়ায় ভাইরাল। পাশেই দাঁড়িয়ে দুই ছেলে। আরিয়ান এবং অ্যাব্রাম। জয়ের আলিঙ্গনে মেতে উঠলেন সকলে। এই দিনটির জন্যই বিগত দশ বছর ধরে অপেক্ষা করতে হয়েছে কলকাতা নাইট রাইডার্স-এর ভক্তদের এবং বাদশার পরিবারকে। শেষমেশ কোচ গৌতম গম্ভীরের হাত ধরেই এল জয়। আবার আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।

Advertisement

শাহরুখ যেমন বলিউডের রোম্যান্স কিং, তেমনই অনুরাগীদের কাছে ‘বেতাজ বাদশা’। এত বড় সুপারস্টার হওয়া সত্ত্বেও আদ্যোপান্ত পারিবারিক মানুষ। বিটাউনের যে কোনও হাইপ্রোফাইল পার্টি হোক বা আইপিএল ম্যাচ স্ত্রী-সন্তানদের নিয়ে সর্বত্রই শাহরুখের উজ্জ্বল উপস্থিতি দেখা যায়। চিপকেও তার অন্যথা হল না। আর সেই ‘ফ্যামিলি ম্যান’ শাহরুখের পারিবারিক মুহূর্ত দেখেই আবেগে ভাসলেন অনুরাগীরা।

[আরও পড়ুন: অসুস্থতাকে থোড়াই কেয়ার! নাইটদের তাতাতে মুখ ঢেকেই চেন্নাই যাত্রা শাহরুখের]

একথা বলাই যায়, তেইশ সাল থেকেই শাহরুখের কপাল খুলেছে। বছর পাঁচেকের বিরতির পর বলিউডের বক্সঅফিসের হাল ফিরিয়ে এবার বাইশ গজে নিজের টিমের সাফল্যেরও সাক্ষী থাকলেন। নাইটদের জয়ে রবিবার রাত থেকেই চিপক থেকে যেসব ভিডিও-ছবি প্রকাশ্যে এসেছে, তাতে শাহরুখ খানের পারিবারিক মুহূর্তগুলো আলাদা করে নজর টেনেছে ভক্তদের। কেউ মিষ্টি মুহূর্ত আখ্যা দিলেন তো কেউ বা আবার ফ্যামিলি ম্যান কিং খানের প্রশংসায় পঞ্চমুখ।

[আরও পড়ুন: হিন্দি ওয়েব সিরিজের জন্য লুক বদলালেন জিৎ, রয়েছেন প্রসেনজিৎও, ভোট মিটলেই শুটিং!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement