Advertisement
Advertisement

Breaking News

Shah Rukh Khan

ভাইরাল শাহরুখের হাতের উজ্জ্বল নীল ঘড়ি, দাম জানলে চমকে উঠবেন!

বাদশার হাতের দারুণ ঘড়ি দেখে নেটদুনিয়ায় হইচই।

Shah Rukh Khan has been seen wearing a new blue watch| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 10, 2023 12:07 pm
  • Updated:February 10, 2023 12:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে ‘পাঠান’ ঝড়। ব্যবসার অঙ্কে বিশ্বজুড়ে হাজার কোটির দিকে দৌড়ে চলেছে ‘পাঠান’। ঠিক এই সময়ই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হল দীপিকা ও শাহরুখের ভিডিও। যেখানে বাথরুমে ঢুকে শাহরুখকে রূপচর্চার পাঠ দিলেন দীপিকা। আসলে এটা দীপিকার নতুন ব্র্য়ান্ড 82°E-এর প্রচার। কিন্তু যতই দীপিকার ব্র্যান্ডের প্রচার হোক না কেন, বাদশা বলে কথা। সব কিছুর মাঝে, টুক করে ভাইরাল হল শাহরুখের হাতের নীল ঘড়ি। বাদশার হাতের দারুণ ঘড়ি দেখে নেটদুনিয়ায় হইচই। কোন কোম্পানির ঘড়ি, কত দাম, তা জানতে নানা জল্পনা।

জানা গিয়েছে, শাহরুখের ঘড়িটি নামকরা সুইজ ব্র্যান্ড অডেমার্স পিগুয়েটের। সেটি হল রয়্যাল ওক পারপেচুয়াল ক্যালেন্ডার ঘড়ি। তথ্য অনুসারে ঘড়িটির দাম ৪.৯৮ কোটি টাকা। দাম শুনে আঁতকে উঠলেও, শাহরুখ ভক্তরা কিন্তু বলছেন, এত দামের ঘড়ি শাহরুখের হাতেই মানায়।

Advertisement

প্রসঙ্গত, ‘পাঠান’ ছবির সাফল্য দেখে আপ্লুত শাহরুখ খান। সম্প্রতি টুইট করে সেই উচ্ছ্বাস প্রকাশও করেছেন এসআরকে। নিন্দুকরা মনে করছিল শাহরুখের দিন শেষ। এমনকী, জিরো ছবি বক্স অফিসে মুখ থুবরে পড়ার পর শাহরুখ নিজেও মনে করেছিলেন হয়তো অভিনয় ছেড়ে অন্য কিছু করবেন। তবে যে অভিনয়ই তাঁকে বলিউডের বাদশা বানিয়েছে, সেটাকে ছাড়বেন কি করে? চার বছর পর পর্দায় পাঠান হয়ে কামব্যাক করলেন তিনি। ছবি মুক্তির আগে থেকে ‘পাঠান’ নিয়ে বিতর্কের জল আরব সাগর তীর থেকে গোটা দুনিয়ায়। শাহরুখ চুপ থাকলেন। তার বদলে জবাব দিলেন বক্স অফিসে হাত ধরে। পাঠান মুক্তির দিন থেকেই নানা বক্স অফিস রেকর্ড ভেঙে হাজার কোটির ক্লাবে। অন্ধকার সরিয়ে শাহরুখ হয়ে উঠলেন সদা জলন্ত সূর্য। সব বিতর্ককে পিছনে ফেলে পাঠানের উজ্জ্বল আলো গোটা বিশ্বে।

[আরও পড়ুন: ‘পাঠান’ ঝড়ের মাঝেই পর্দায় ফিরছে রাজ-সিমরন জুটি, প্রেম দিবস উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে DDLJ ]

হ্যাঁ, ঠিক এ ভাষাতেই শাহরুখ টুইট করেছিলেন। লিখছিলেন,’ সূর্য আসলে একাই জ্বলে ওঠে। অন্ধকার কাটিয়ে ফের জ্বলে ওঠে। ধন্যবাদ সবাইকে পাঠানকে উজ্জ্বল করে তোলার জন্য।’

[আরও পড়ুন: ‘পাঠান’, ‘টাইগারে’র পর বলিউডে আরও এক স্পাই থ্রিলার, ছবি পরিচালনার দায়িত্বে অনুরাগ বসু!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement