Advertisement
Advertisement
Shah Rukh Khan

‘পাঠান’ ছবির সেটে করোনার হানা, আইসোলেশনে শাহরুখ খান

এক ক্রু মেম্বারের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তারপর...

Shah Rukh Khan goes into isolation after Pathan crew members test COVID-19 positive | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 13, 2021 6:51 pm
  • Updated:April 13, 2021 7:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হু হু করে বাড়ছে দেশের করোনা (Corona Virus) আক্রান্তের সংখ্যা। ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্রে। দেশের মোট কোভিড আক্রান্তের ৪৮.৫৭ শতাংশ সেখানকার। করোনা থাবা বসিয়েছে বলিউডেও। আমির খান, অক্ষয় কুমার, রণবীর কাপুর থেকে ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, একের পর এক তারকা করোনা (COVID-19) আক্রান্ত হয়েছেন। এবার করোনার হানা শাহরুখ খানের ‘পাঠান’ (Pathan) সিনেমার সেটে। শোনা গিয়েছে, সেটের এক ক্রু মেম্বার কোভিড পজিটিভ। তার জেরে আইসোলেশনে ‘বলিউড বাদশা’।

২০১৮ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান (Shah Rukh Khan), ক্যাটরিনা কাইফ, অনুষ্কা শর্মা অভিনীত ‘জিরো’ (Zero)। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল সিনেমাটি। তারপরই সিনেমা থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন শাহরুখ। ‘পাঠান’-ই তাঁর কামব্যাক ছবি হতে চলেছে। বেশ কিছুদিন আগেই ছবির শুটিং শুরু করেছিলেন শাহরুখ। ইতিমধ্যেই তাঁর পাঠান লুক সোশ্যাল মিডিয়ার সৌজন্যে প্রকাশ্যে এসেছে। তাতে বেশ উচ্ছ্বসিত ‘বলিউড বাদশা’র অনুরাগীরা।
দুবাইয়ে ছবির বেশ কিছুটা অংশের শুটিং সেরেছিলেন শাহরুখ। তারপর নিউ নর্মালে শুটিং শুরু করেন। কিন্তু এর মাঝেই বিপত্তি। ক্রু মেম্বারের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

Advertisement

[আরও পড়ুন: ‘প্রত্যেক সফল মানুষের ভিতর তীব্র যন্ত্রণা লুকিয়ে থাকে’, কেন এমন পোস্ট শ্রাবন্তীর?]

খবর পেয়েই আইসোলেশনে চলে যান ‘কিং খান’। শুটিং স্থগিত হয়ে যায়। করোনা আক্রান্ত ক্রু মেম্বারকে আন্ধেরিতে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলেই জানা গিয়েছে। সেটের বাকি সবাইকে করোনা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। বলিউড তারকাদের সংক্রমণে চিন্তিত মুম্বইয়ের ফিল্ম ফেডারেশনও। ইতিমধ্যেই সেটে তারকাদের ব্যক্তিগত কর্মীর সংখ্যা কমানোর অনুরোধ করা হয়েছে। এদিকে করোনা সংক্রমণের লাল চোখ  উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অফিসেও।একাধিক উচ্চপদস্থ আধিকারিক করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। সতর্কতার জন্য নিজেকে আইসোলেশনে রেখেছেন আদিত্যনাথ।  

[আরও পড়ুন: ভবানীপুরে রুদ্রনীলের প্রচারের ছবি পোস্ট করে এ কী লিখলেন বিজেপি প্রার্থী রাজীব! ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement