Advertisement
Advertisement

Breaking News

Jawan Plagiarism

জন্মদিনের পরই বিতর্ক! গল্প চুরির অভিযোগে বিদ্ধ শাহরুখের ‘জওয়ান’ ছবি

কোন সিনেমা নকল করার অভিযোগ উঠল?

Shah Rukh Khan film Jawan faces plagiarism allegation | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 5, 2022 3:34 pm
  • Updated:November 5, 2022 3:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গল্প চুরির অভিযোগ উঠল শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘জওয়ান’ সিনেমার বিরুদ্ধে। শোনা গিয়েছে, তামিল সিনেমার প্রযোজকদের কাউন্সিলে এই চুরির অভিযোগ জানিয়েছেন দক্ষিণী প্রযোজক মানিকম নারায়নণ। 

Jawan

Advertisement

জনপ্রিয় দক্ষিণী পরিচালক অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’(Jawan) ছবির শুটিং করেছেন শাহরুখ খান। ২০২১ সালে ছবির শুটিং শুরু হয়। তারপর বেশ কয়েক দফায় দেশের বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে। মাসখানেক আগে আবারও ছবির শুটিংয়ে যোগ দেন শাহরুখ। তিনি ছাড়াও ছবিতে বিজয় সেতুপতি, নয়নতারা, প্রিয়মণির মতো তারকা রয়েছেন। সূত্রের খবর, ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে দক্ষিণী তারকা বিজয়কে। 

[আরও পড়ুন: এখনও মৃত্যুর সঙ্গে চলছে লড়াই, অত্যন্ত সংকটজনক অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা]

ইতিমধ্যেই ‘জওয়ান’-এর ফার্স্টলুক প্রকাশ্যে এসেছে। তাতে চমকে দিয়েছেন বলিউড বাদশা। মুখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গিয়েছে তাঁকে। শাহরুখের এই ছবিটি বিজয়কান্ত অভিনীত তামিল ছবি ‘পেরারাসু’র নকল। এমনই অভিযোগ প্রযোজক মানিকমের। ২০০৬ সালে মুক্তি পেয়েছিল ‘পেরারাসু’ এবং সেই ছবির সত্ব তাঁর কাছেই রয়েছে বলে দাবি তামিল প্রযোজকের।

উল্লেখ্য, অ্যাকশন ক্রাইম ছবি ‘পেরারাসু’। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন বিজকান্ত। এদিকে ‘জওয়ান’ সিনেমাতেও শাহরুখের ডাবল রোল। তাই মানিকমের অভিযোগ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে তামিল ফিল্ম প্রোডিউসারস কাউন্সিল (TFPC)। নভেম্বর মাসের সাত তারিখের পর এ বিষয়ে তদন্ত শুরু করবে তাঁরা। 

গত বুধবারই ৫৭ বছরে পা দিয়েছেন শাহরুখ। তা নিয়ে বিস্তর উন্মাদনা দেখা গিয়েছে অনুরাগীদের মধ্যে। সেই রেশ এখনও রয়েছে। এমন পরিস্থিতিতেই ‘জওয়ান’ সিনেমার খবরটি প্রকাশ্যে এল। এ বিষয়ে অবশ্য শাহরুখ বা পরিচালক অ্যাটলির পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। শনিবার অনুরাগীদের একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন শাহরুখ। সেখানে নিজের কামব্যাক ছবি ‘পাঠান’ নিয়েই কথা বলেছেন কিং খান। 

[আরও পড়ুন: বিরাটের জন্মদিনে অনুষ্কার আজব পোস্ট! ছবি দেখে হতবাক ভক্তরা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement