সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘জওয়ান’ নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। শুধু ভারত কেন শাহরুখ খানের বিদেশের অনুরাগীরাও উত্তেজনার ফুটছেন। রিলিজের ২৪ ঘণ্টাতেই ১০০ মিলিয়নের উপর ভিউ। এবার ভাইরাল হল ‘জওয়ান’ পুতুল। (Jawan Doll)
ন্যাড়া মাথা, চোখে সানগ্লাস। কাচা-পাকা দাঁড়ির স্টাইল। হাতে ব্যান্ডেজ। পোশাকের রঙেও উনিশ-বিশ নেই! যেন হুবহু ‘জওয়ান’-এর শাহরুখ খান। এমন এক পুতুল তৈরি করে তাক লাগিয়ে দিলেন কিং খানের মার্কিনী ভক্তরা। সেই ‘জওয়ান’ পুতুলের ঝলক শেয়ার করে তাঁদের মুখে নাইট রাইডার্স বাহিনির মন্ত্রও শোনা গেল- ‘করব লড়ব জিতব রে।’
প্রসঙ্গত, পেইজে উইলসন নামে পেশায় একজন শিল্পীই শাহরুখ-ভক্তই ওই পুতুল তৈরি করেছে। ‘জওয়ান’ প্রিভিউয়ের একেবারে শেষ দৃশ্যে শাহরুখকে মেট্রোর ভিতরে যেখানে ‘বে করার করকে হামকে ইউ না জাইয়ে..’ গানের দৃশ্যে নাচতে দেখা গিয়েছে, অবিকল সেই লুকের অনুকরণেই ‘জওয়ান’ পুতুল তৈরি করেছেন ওই ভক্ত।
Dearest, most talented @iamsrk, hope it’s not too soon for my #SRK doll tributes to your knockout #JawanPrevue #JawanTrailer! It’s so multifaceted that we may not be able to exhaust its thrills by re-watching it endlessly before the whole #Jawan story is known–but we’ll try!… pic.twitter.com/DK5rySEUqr
— Paige Wilson (@breakfreeofbox) July 11, 2023
ইতিমধ্যেই, ‘জওয়ান’ সিনেমার পয়লা ঝলকে বলিউড বাদশাকে যে চারটি ভিন্ন লুকে দেখা গিয়েছে, তা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। বুড়ো হাড়েও যে তিনি একাই ময়দান কাঁপিয়ে দিতে পারেন, ‘পাঠান’-এর পর ‘জওয়ান’-এর পয়লা ঝলকে সেটা আবারও প্রমাণ করে দিলেন শাহরুখ খান।
আমজনতা থেকে সেলেবরা কিং খানের ‘জওয়ান’ প্রিভিউ দেখে প্রশংসায় পঞ্চমুখ। খোদ সলমন খানের (Salman Khan) মুখে শোনা গিয়েছে, “পাঠান এখন জওয়ান হয়ে গিয়েছে। এই ধরণের সিনেমা আমাদের প্রেক্ষাগৃহে গিয়ে দেখা উচিত। আমি তো প্রথম দিনই দেখব। মজা পেলাম শাহরুখ।” ভাইজানের তরফে এমন প্রশংসা শুনে কিং খানের জবাব, “আগে ভাই। তাই তো সবার প্রথমে তোমাকেই দেখিয়েছিলাম। প্রথম টিকিট বুক করার জন্য তোমাকে ধন্যবাদ।”
Pehle Bhai, issi liye aapko hi dikhaya tha!! Thanks for your wishes and booking the first ticket already. Love you. https://t.co/kSsGUZsj3g
— Shah Rukh Khan (@iamsrk) July 12, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.