সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘পাঠান’, ‘জওয়ান’-এর উপর কাঁচি চলেছিল। বছরের প্রথম ছবিতে গেরুয়া বিকিনি কেলেঙ্কারির পর দ্বিতীয়টিতে একাধিক রাজনৈতিক প্রসঙ্গের উত্থাপন সেন্সর বোর্ডের নজর এড়ায়নি। তবে ‘ডাঙ্কি’ (Dunki) রিলিজের আগে বাদশার উপর মেহেরবান সেন্সর বোর্ড (Censor Board)। মার্কশিটে ভালো নম্বর বসানোর পাশাপাশি সিনেমার প্রশংসাতেও পঞ্চমুখ সেন্সর কমিটি।
‘আদিপুরুষ’ ছবির পর সেন্সর বোর্ড নড়েচড়ে বসেছে। আতসকাচের কড়া নজরে রেখে সব ছবিকে ছাড়পত্র দেওয়া হচ্ছে। অক্ষয় কুমারের ‘OMG 2’ ছবিও ছাড় পায়নি CBFC-র হাত থেকে। বাদ গিয়েছিল বেশ কয়েকটি দৃশ্য। তবে এবার ‘ডাঙ্কি’ দেখে মুগ্ধ সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। শাহরুখের ছবি পেল U/A সার্টিফিকেট। মুক্তির আর মাত্র পাঁচ দিন। আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘ডাঙ্কি’। তার প্রাক্কালেই রাজকুমার হিরানি পরিচালিত ছবি নিয়ে বড়সড় আপডেট মিলল।
মুক্তির ছয় দিন আগে সেন্সরের ছাড়পত্র পেল শাহরুখ খানের ছবি। গত ১৫ ডিসেম্বর ‘ডাঙ্কি’ দেখে সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের তরফে ছাড়পত্র দেওয়া হয়েছে। ২ ঘণ্টা ৪১ মিনিটের (১৬১ মিনিট) সিনেমা। গোটা সিনেমায় শুধুমাত্র একটি দৃশ্যে ‘শরণার্থী’ শব্দটিকেই একটু বদলে ব্যবহার করার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। ‘ডাঙ্কি’র একটি দৃশ্যে এও সতর্কীকরণ দেওয়া হয়েছে যে, “আত্মহত্যা সমস্যা সমাধানের পথ নয়।” সবমিলিয়ে শাহরুখ খানের তৃতীয় ছবি দেখে মুগ্ধ সেন্সর কমিটি। অন্যদিকে জানা গিয়েছে, অগ্রীম বুকিং খোলার ৫ মিনিটের মধ্যেই হুড়মুড়িয়ে বিকোচ্ছে ‘ডাঙ্কি’র টিকিট।
💥💥💥SUPER EXCLUSIVE💥💥💥#DUNKI gets “U/A” from Censor.
Runtime 2hrs 41mins@iamsrk @taapsee @vickykaushal09 @RajkumarHirani @gaurikhan— Girish Johar (@girishjohar) December 15, 2023
প্রসঙ্গত, ‘পাঠান’, ‘জওয়ান’-এর পর শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘ডাঙ্কি’র দিকেই চেয়ে ছিলেন দর্শকরা। আট মাসের ব্যবধানে দু’ দুটো ব্লকবাস্টার ফিল্ম উপহার দিয়ে ৫৮ বছরের অভিনেতা বলিউডের ব্যবসার হাল ঘুরিয়েছেন। অতঃপর শাহরুখের ফিল্মি কেরিয়ারে ২০২৩ সালের শেষ তুরুপের তাস যে ‘ডাঙ্কি’ (Dunki Advance Booking) হবে, এমন প্রত্যাশা অনুরাগীদের। তেইশের বক্স অফিসে কি কিং খানই শেষ হাসি হাসবেন? সময়েই মিলবে তার উত্তর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.