Advertisement
Advertisement

Breaking News

Pathaan 'Besharam' Song

সোনালি বিকিনিতে দীপিকা, শার্টলেস শাহরুখ, লাগামছাড়া ‘বেশরম’ ‘পাঠান’ ছবির প্রথম গান

কুমারের লেখা গানটির সুর সাজিয়েছেন বিশাল ও শেখর।

Shah Rukh Khan, Deepika Padukone is full 'Besharam' in Pathaan Song | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 12, 2022 12:48 pm
  • Updated:December 12, 2022 12:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ তারিখের বেলা ১১টা কখন বাজবে, এই অপেক্ষায় ছিলেন শাহরুখ ও দীপিকার অনুরাগীরা। যথাসময়ে প্রকাশিত হল ‘পাঠান’ (Pathaan) সিনেমার প্রথম গান। সোনালি বিকিনিতে সৈকতে উষ্ণতা ছড়ালেন দীপিকা (Deepika Padukone)। তাঁকে দেখে মুগ্ধ হলেন শাহরুখ (Shah Rukh Khan)। 

Pathaan-Song-2

Advertisement

দীর্ঘদিন পর ফের বড়পর্দায় স্বমহিমায় ধরা দিতে চলেছেন বলিউড বাদশা। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘পাঠানে’র (Pathaan) টিজার। সামনে এসেছে ছবির ফার্স্টলুকও। ছবির প্রথম গানে উষ্ণ মেজাজেই ক্যামেরার সামনে ধরা দেবেন দীপিকা ও শাহরুখ। সেই ইঙ্গিত প্রযোজনা সংস্থা যশরাজের পক্ষ থেকে আগেই দেওয়া হয়েছিল। আপলোড করা হয়েছিল দুই তারকার ছবি। 

[আরও পড়ুন: ‘১০০ কোটি টাকা পারিশ্রমিকের নায়করা সিনেমার ক্ষতি করছেন’, বিস্ফোরক নওয়াজউদ্দিন]

ফলে নতুন এই গানে দীপিকার পাশাপাশি শাহরুখও যে বেশ ‘বেশরম’ হতে চলেছেন, তা আগে থেকেই আন্দাজ করেছিলেন অনুরাগীরা। তাতেই গানটি দেখার আগ্রহ বেড়েছিল। অধীর অপেক্ষায় ছিলেন শাহরুখ-দীপিকার অনুরাগীরা।  সেই অপেক্ষার ঘটিয়ে সোমবার প্রকাশে আসে ‘বেশরম’। গানের শুরুতে স্প্যানিশ ভাষা শোনা গেলেও অল্প সময়ের মধ্যেই ‘হামে তো লুঠ লিয়া…’র মতো চেনা ছন্দ পাওয়া যায়।

Pathaan-Song

কুমারের লেখা গানটির সুর সাজিয়েছেন বিশাল ও শেখর। সংগীত পরিচালক জুটির তত্ত্বাবধানে গানটি গেয়েছেন শিল্পা রাও, কারালিসা মন্টারিও। বিশাল ও শেখরও গানে কণ্ঠ দিয়েছেন। আর গানের তালে শাহরুখ-দীপিকাকে নাচিয়েছেন কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট। 

বলিউডে তিন-তিনটে দশক পূর্ণ করে ফেলেছেন শাহরুখ। সাফল্যের পাশাপাশি ব্যর্থও হতে হয়েছে তাঁকে। তবে ২০১৮ সালে ‘জিরো’ সিনেমার সমালোচনা মেনে নিতে পারেননি কিং খান। অভিনয় থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। শাহরুখের এই সিদ্ধান্তের খবরে মন ভেঙে গিয়েছিল তাঁর অনুরাগীদের। অবশ্য ‘পাঠান’ ছবির ঘোষণায় নতুন করে উজ্জীবিত হয়েছিলেন তাঁরা। এবারে পুরোপুরি অ্যাকশনের উপরই ভরসা রাখছেন শাহরুখ। লম্বা চুল ও পারফেক্ট সিক্সপ্যাক অ্যাবের পাশাপাশি মারকাটারি অ্যাকশন দৃশ্যও দর্শকদের উপহার হিসেবে দিতে চলেছেন তিনি। ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘পাঠান’।

[আরও পড়ুন: ‘জাজমেন্টাল হবেন না…’, ‘মির্জা’র মুক্তি সংক্রান্ত অযাচিত জল্পনা নিয়ে মুখ খুললেন অঙ্কুশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement