Advertisement
Advertisement
Shah Rukh Khan

ছোট করে কাটা চুল, নয়া লুকে শাহরুখ, ভক্তদের একটাই প্রশ্ন…

স্টাইলেও যেন শাহরুখই 'বাদশা'।

Shah Rukh Khan debuted a fresh look at the IIFA press conference
Published by: Suparna Majumder
  • Posted:September 11, 2024 1:00 pm
  • Updated:September 11, 2024 5:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেও ঘাড় পর্যন্ত চুল ছিল। আলতো করে হাত দিয়ে সামলে নিতেন। তার পর টোল পড়া গালে ভুবন ভোলানো হাসি। কিন্তু এবার নয়া লুকে শাহরুখ খান। ঢেউ খেলানো সেই চুল ছেঁটে ফেলেছেন বলিউড বাদশা। আর তাতেই বাজিমাত করে দিয়েছেন। কিং খানের নয়া লুকে মাতোয়ারা ভক্তরা। একটাই প্রশ্ন তাঁদের মনে।

Shah-Rukh-Khan

Advertisement

অনুরাগীরা জানতে চান, কিং খানের এই নতুন স্টাইল কি ‘জওয়ান ২’ সিনেমার জন্য? গত বছর ‘পাঠান’ হয়ে বড়পর্দায় কামব্যাক করেছিলেন বলিউড বাদশা। বক্স অফিসে ঝড় তুলেছিলেন তিনি। তার পরই ‘জওয়ান’ সুনামির সাক্ষী থাকেন অনুরাগীরা।

‘পাঠান’ ছবিতে শাহরুখের বড় চুলই ছিল। ‘জওয়ান’-এ কিং খান অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে। তাতে তাঁর চুল ছোট করেই ছাঁটা ছিল। সেই কারণেই হয়তো শাহরুখের এই নয়া লুকে ‘জওয়ান ২’র প্রসঙ্গ তুলেছেন নেটিজেনদের একাংশ। কেউ কেউ আবার মনে করছেন, ‘বাদশা’র এই নতুন রূপ পরিচালক জুটি রাজ ও ডিকের নতুন ছবির জন্যও হতে পারে।

SRK-comment

[আরও পড়ুন: ‘বিচার চাই, শুধু অভয়ার নয়…’, সহ-নাগরিকের পোস্ট শেয়ার করে সুমনের বিশেষ বার্তা]

কারণ যাই হোক, শাহরুখের ভোলবদলের সাক্ষী অনুরাগীরা হতে পারলেন আইফা পুরস্কারের সাংবাদিক বৈঠকের জন্য। শাহরুখের পাশাপাশি এই বৈঠকে উপস্থিত ছিলেন করণ জোহর, রাণা দাগ্গুবাতি। মজার ছলে শাহরুখের পা ছুঁয়ে প্রণাম করেন রাণা। তাতেই হেসে ফেলেছেন ‘বাদশা’। পরে তাঁকে জড়িয়েও ধরেন।

 

জানা গিয়েছে, এবারে আইফার পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে আবু ধাবিতে। ২৭ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত তা চলবে। নাচ, গানে, সঞ্চালনায় দর্শকদের মন কাড়বেন ভিকি কৌশল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভিকি কৌশলরা। একই অনুষ্ঠানে দক্ষিণী সিনেমার পুরস্কারও নাকি দেওয়া হবে। সেই অংশের সঞ্চালনার দায়িত্বে দেখা যাবে রাণা দাগ্গুবাতিকে।

[আরও পড়ুন: সনাতন দিন্দার পর প্রদোষ পাল, RG Kar-এর প্রতিবাদে চারুকলা পর্ষদের পদ ছাড়লেন চিত্রশিল্পী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement