Advertisement
Advertisement

Breaking News

Not Ramaiya Vastavaiya

‘নট রামাইয়া ভাস্তাভাইয়া’, দক্ষিণী সুন্দরী নয়নতারার সঙ্গে ঠুমকা ‘জওয়ান’ শাহরুখের

ভিডিও দেখে মুগ্ধ শাহরুখভক্তরা।

Shah Rukh Khan dances with Nayanthara in Jawan's Not Ramaiya Vastavaiya song | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:August 29, 2023 3:50 pm
  • Updated:September 1, 2023 4:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েকটা দিন। তারপরই বড়পর্দায় ‘জওয়ান’ ধামাকা। প্রিভিউতেই ঝড় তুলেছিলেন শাহরুখ (Shah Rukh Khan)।  এবার বিগস্ক্রিনের পালা। তার আগে পালা ‘নট রামাইয়া ভাস্তাভাইয়া’ (Not Ramaiya Vastavaiya) গানের। নায়িকা নয়নতারার সঙ্গে এই গানেই নেচে উঠলেন বলিউড বাদশা।

SRK-Jawan-2

Advertisement

‘পাঠান’ সুনামির পর থেকেই ‘জওয়ান’-এর (Jawan) অপেক্ষায় ছিলেন শাহরুখ অনুরাগীরা। আগামী ৭ সেপ্টেম্বর সেই অপেক্ষার অবসান হতে চলেছে। তার জন্য এখন থেকেই উৎসব শুরু হয়ে গিয়েছে। হলুদ টি-শার্ট পরে বেঙ্গালুরুর রাস্তায় নেমে পড়েছিলেন শাহরুখের একশোরও বেশি ‘জাবড়া ফ্যান’। এমন পরিস্থিতিতেই ছবির নতুন গান প্রকাশ করা হল।

[আরও পড়ুন: ‘আদিল আমার জীবন নষ্ট করেছে’, মক্কায় পৌঁছে কেঁদে ভাসালেন রাখি সাওয়ান্ত]

নিজের সংগীতায়োজনেই গানটি গেয়েছেন অনিরুদ্ধ রবিচান্দের। তাঁকে সঙ্গত দিয়েছেন বিশাল দদলানি ও শিল্পা রাও। গানের কথা লিখেছেন কুমার। আর নাচের কোরিয়াগ্রাফার বৈভবী মার্চেন্ট। রাজ কাপুর, নার্গিসের ‘শ্রী ৪২০’ সিনেমার গানেও ‘রামাইয়া ভাস্তাভাইয়া’ শব্দ ব্যবহার করা হয়েছিল। তবে সে গানের সঙ্গে ‘জওয়ান’-এর এই গানের কোনও মিল নেই। প্রসঙ্গত, ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ গানেও এভাবেই ‘হামে তো লুঠ লিয়া’ শব্দ ব্যবহার করা হয়েছিল।

SRK-Jawan-3

অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’-এ অভিনয় করেছেন শাহরুখ। তাঁর বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে। এখবর আগেই জানা গিয়েছিল। আগাম ঝলকে অ্যাকশনের মেজাজে দীপিকা পাড়ুকোনকেও দেখা যায়। ট্রেলারেও রয়েছেন অভিনেত্রী। তবে সূত্রের খবর, ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রা-সহ একঝাঁক তারকা।

SRK-Jawan
[আরও পড়ুন: ‘বেশি চিন্তা ছিল মেয়েকে নিয়ে, যা সহ্য করেছে’, KK প্রসঙ্গ উঠতেই চোখে জল রূপঙ্করের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement