Advertisement
Advertisement

Breaking News

Shah Rukh Khan

Tokyo Olympics: হকিতে হার ভারতীয় মেয়েদের, খেলোয়াড়দের শুভেচ্ছা Shah Rukh-এর

অলিম্পিকে হেরে গেলেও রানি রামপালদের প্রশংসায় বলিউড বাদশা।

Shah rukh khan consoles womens hockey team defeat tokyo olympics | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 6, 2021 3:27 pm
  • Updated:August 6, 2021 8:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) পদক জয়ের খুব কাছে গিয়ে শেষমেশ বিনা পদকেই দেশে ফিরতে হচ্ছে ভারতীয় মহিলা হকি দলকে। অলিম্পিকে এই দলের খেলা দেখে অনেকেই শাহরুখ খান অভিনীত ‘চক দে’র (Chak De) নস্ট্যালজিয়ায় ডুব দিয়েছিলেন। এমনকী, ‘চক দে’ ছবির সেই লড়াইকে টেনে এনে টুইটও করেছিলেন শাহরুখ খান। রসিকতা করে কোচ লিখেছিলেন ‘চক দে’ ছবির কবীর খানের কথা। সেই ছবির কবীর খান ওরফে শাহরুখ ফের টুইট করলেন। তবে এবার কিছুটা মন খারাপ নিয়েই। টোকিও অলিম্পিক্সে গ্রেট ব্রিটেনের কাছে ৪-৩ গোলে হেরে গেলেও রানি রামপালদের প্রশংসা করলেন বলিউড বাদশা।

টুইট করে শাহরুখ খান (Shah Rukh Khan) লিখলেন, ‘আশা ভঙ্গ! তবে ভারতের মহিলা হকি দলের মাথা উঁচু করে সবার সামনে দাঁড়িয়ে থাকার অনেক কারণ রয়েছে। তোমরা ভারতের সবাইকে গর্বিত করেছ। এটাই তোমাদের বড় জয়।’

[আরও পড়ুন: মাথায় টুপি, পরনে টি শার্ট-জগার্স প্যান্ট, ফাঁকা রাস্তায় সাইকেল চালিয়ে স্বপ্নপূরণ ‘Sreemoyee’র]

টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) ইতিহাস গড়েছিল ভারতের মহিলা হকি দল (Indian Women’s Hockey Team)। পুরুষদের পর অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছে গিয়েছিলেন রানি রামপাল-বন্দনারা। গত সোমবার প্রবল প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে (Australia) ০-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট জোগাড় করে নিয়েছিলেন তাঁরা। এই ঘটনা গোটা দেশকে মনে করিয়ে দিয়েছিল শাহরুখ খান অভিনীত ‘চক দে’ ছবিকে। গ্রিনরুমে ‘চক দে’-র সেই শেষ ‘৭০ মিনিট’ শাহরুখের সংলাপ মনে করে সোশ্যাল মিডিয়ায় মহিলা হকি টিমকে শুভেচ্ছা জানিয়ে ছিল গোটা দেশ। শুভেচ্ছা জানিয়ে ছিলেন বলিউডের বাদশা শাহরুখ খানও (Shah Rukh Khan)। সুযোগ বুঝে শাহরুখও ডুবে গিয়েছিলেন ‘চক দে’-র নস্ট্যালজিয়ায়। টুইট করে কোচকে লিখেছিলেন সোনা নিয়ে আসার কথা!

[আরও পড়ুন: Aparna Sen-এর নামে ডাকটিকিট? ‘ভুয়ো খবর’ বলে ওড়ালেন অভিনেত্রী-পরিচালক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement