Advertisement
Advertisement

Breaking News

SRK Modi G20

‘স্যর, আপনার নেতৃত্বেই ভারত ঐক্যবদ্ধভাবে এগোবে’, জি-২০’র সাফল্যে মোদি-বন্দনা শাহরুখের

আমজনতাকে ভোট দেওয়ার পাঠ দিয়ে এবার প্রধানমন্ত্রীর 'প্রশস্তি' শাহরুখ খানের।

Shah Rukh Khan congratulates Narendra Modi for India’s G20 Presidency | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 10, 2023 5:46 pm
  • Updated:September 10, 2023 5:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চাশোর্ধ্ব শাহরুখ খান (Shah Rukh Khan) যেন হঠাৎ করেই রাজনৈতিক ‘সচেতন’ হয়ে উঠলেন। সিনেপর্দা থেকে তাঁর সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলে অন্তত তেমন আভাসই মিলছে। তবে কোনওরকম রাজনৈতিক রং না মেখেও সিনেমার মাধ্যমেই আমজনতাকে সচেতনতার পাঠ দিয়েছেন ‘জওয়ান’। সিনেমার সংলাপে যখন কিং ভক্তদের অনেকেই দিল্লির মসনদে আসীন সরকারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ খুঁজে পেয়েছেন, তখন শাহরুখ কিন্তু দরাজ গলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) প্রশংসা করলেন।

দিল্লিতে জি-২০-র সম্মেলন (G20 Summit) শেষ হওয়ার পরই রবিবার বিকেলে শাহরুখের মুখে শোনা গেল মোদি-বন্দনা। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বলিউড বাদশার মন্তব্য, “মোদিজি জি-২০-র সাফল্যের জন্য আপনাকে অভিনন্দন। উন্নত ভবিষ্যতের জন্য বিশ্বের দরবারে সকল রাষ্ট্রকে একসুতোয় বাঁধল জি-২০। এই সাফল্য প্রতিটি ভারতবাসীর কাছে সম্মান ও গর্বের। স্যর, আপনার নেতৃত্বে আমরা বিচ্ছিন্নভাবে নয়, বরং ঐক্যবদ্ধভাবেই উন্নতি করব। এক পৃথিবী, এক বিশ্ব, এক পরিবার।”

Advertisement

[আরও পড়ুন: জি-২০: ব্রাজিল প্রেসিডেন্টের মুখে RRR বন্দনা, ভারতীয় সিনেমার প্রতিনিধি দক্ষিণী ইন্ডাস্ট্রিই?]

কার্যত ভারতের নেতৃত্বে জি-২০ শীর্ষ সম্মেলনের থিম ‘বসুধৈব কুটুম্বকম’-এর মন্ত্র মেনেই মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান। জওয়ান শাহরুখকে বিগত তিন দশকের ফিল্মি কেরিয়ারে এভাবে খোলাখুলি রাজনৈতিক ইস্যুতে কথা বলতে দেখা যায়নি। এবার যেন বুক ফুলিয়ে রাজনীতির মুখোমুখি হয়েছেন। শুধু তাই নয়, দরাজ কণ্ঠে ৫৬ ইঞ্চির প্রশংসায় পঞ্চমুখ হলেন সেই ব্যক্তি, যিনি ‘জওয়ান’ ছবিতে কথায় কথায় সরকারকে একহাত নিয়েছেন। আমজনতাকে ভাবা প্র্যাকটিস করতে বলেছেন যে, “দোকানে চাল-ডাল কিনতে গেলে ভাল না খারাপ প্রশ্ন করেন। দরদাম করেন, কিন্তু ৫ বছরের জন্য যখন কাউকে সরকারে আনতে ভোট দেন, তখন কি তার কাছে যাচাই করতে যান যে, বেকারত্ব ঘুচবে কিনা, শিক্ষার অধিকার পাওয়া যাবে কিনা কিংবা পরিবারের সদস্যদের কেউ অসুস্থ হলে সঠিক চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে কিনা? এরপর থেকে যাচাই করে ভোট দিন।” ইতিমধ্যেই ছবির সেই দৃশ্যকে ২০২৪ সালের লোকসভা ভোটের প্রাক্কালে সচেতনবার্তা হিসেবে দাবি করছেন নেটপাড়ার একাংশ।

[আরও পড়ুন: মরক্কোর ভূমিকম্পে মৃত্যুমিছিল, মুম্বইয়ে চোখের জল নিয়ে আল্লার দরবারে ভূমিকন্যা নোরা ফতেহি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement