Advertisement
Advertisement

Breaking News

Shah Rukh Khan

‘অদম্য জেদে মাটি থেকে আকাশছোঁয়ার গল্প’, ‘মুফাসা’র সঙ্গে নিজের মিল পেলেন লড়াকু শাহরুখ

'অনেক রাজা রাজত্ব করে গিয়েছেন, তবে মানুষের মনের বাদশা একটাই', মন্তব্য শাহরুখের।

Shah Rukh Khan Compares His Life To Mufasa In The Lion King
Published by: Sandipta Bhanja
  • Posted:November 27, 2024 6:12 pm
  • Updated:November 27, 2024 6:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের বহু চড়াই-উতরাই, বন্ধুর পথ পেরিয়ে আজ তিনি বাদশা। শুধু সিনেদুনিয়া নয়, মানুষের মনেও রাজত্ব করেন তিনি। বার বার এই মানুষটি জীবনে ঘুরে দাঁড়ানোর পাঠ দিয়েছেন। এবার লায়ন কিং মুফাসার রাজ্যপাট সামলানোর গল্পের সঙ্গে নিজের মিল খুঁজে পেলেন শাহরুখ খান (Shah Rukh Khan)।

Advertisement

আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘মুফাসা: দ্য লায়ন কিং’। ‘দ্য লায়ন কিং’য়ের প্রিক্যুয়েলের নেপথ্যেও কণ্ঠ দিয়েছেন শাহরুখ খান। তবে এই পর্বে ‘কাহানি মে টুইস্ট’!বাবার পাশাপাশি কণ্ঠ দিয়েছে কনিষ্ঠপুত্র আব্রামও (AbRam Khan)। মাত্র ১১ বছর বয়সেই যে এটা বড় ব্রেক, তা আর আলাদা উল্লেখের প্রয়োজন হয় না। সেই ছবি মুক্তির প্রাক্কালে ছোট্ট ঝলকে শোনা গেল বাদশার ব্যারিটোন ভয়েস। যেখানে তাঁকে বলতে শোনা যায়, “এই গল্প এমন এক রাজার, যে সিংহাসনের প্রাচুর্যের বদলে একাকীত্ব পেয়েছে। তবে ওর মধ্যে একটা অদম্য জেদ বরাবরই ছিল। আর সেই জেদের জোরেই সে মাটি থেকে আকাশ ছুঁয়েছে। ধরাধামে তো অনেক রাজা রাজত্ব করে গিয়েছেন, তবে এই বাদশা মানুষের মনে রাজত্ব করে।… কী গল্পটা খুব চেনা ঠেকছে তো? তবে এই গল্পটা মুফাসার।”

তিনি শাহরুখ খান (Shah Rukh Khan)। ভারতের মেগাস্টার। দিল্লি থেকে একবুক স্বপ্ন নিয়ে মায়ানগরীতে পা রাখা ছেলেটা বিগত তিন দশক ধরে তিল তিল করে নিজের ফিল্মি কেরিয়ার গড়েছেন। জীবনে বহু ওঠাপড়ার সাক্ষী থেকে আজ তিনি বলিউডের ‘বেতাজ’ বাদশা। দাঁতে দাঁত চেপে লড়াই করে তাঁর তিন দশকের গড়ে তোলা কেরিয়ারকে কালিমালিপ্ত করার চেষ্টাও করেছেন অনেকে। ধর্মকে হাতিয়ার করে তাঁর দেশপ্রেম নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। কিন্তু অপমান সহ্য করেও টুঁ শব্দটি করেননি শাহরুখ খান! কোনওদিন অন্যায়ের সঙ্গে আপোস করেননি। এমনকী, আন্ডারওয়ার্ল্ড ডনের হুমকির সামনেও মাথা নোয়াননি শাহরুখ। ভারত তো বটেই, এমনকী আন্তর্জাতিক ময়দানেও তাঁর জনপ্রিয়তা বিপুল। দাঁতে দাঁত চেপে কঠিন সময়ে ধৈর্য রেখেও যে এভাবে ফিরে আসা যায়, সেই পাঠ নিজের জীবন দিয়ে বুঝিয়েছেন শাহরুখ। ঠিক যেমন পর্দায় মুফাসার লড়াই দেখা গিয়েছে।

‘দ্য লায়ন কিং’ ছবিতে বড় ছেলে আরিয়ান খানের সঙ্গে শাহরুখ খান নেপথ্য কণ্ঠ দিয়েছিলেন। প্রিক্যুয়েল আসার খবর শুনেই আশায় বুক বেঁধেছিলেন ভক্তরা। এবারও বুঝি, কিং খানকে পাওয়া যাবে ডিজনি ক্লাসিকে? তবে বাদশা এযাবৎকাল এই বিষয়ে টু শব্দটি না করলেও ট্রেলার প্রকাশ্যে আসার পরই হাটে হাঁড়ি ভাঙল। ২০১৯ সালে ‘দ্য লায়ন কিং’ ছবিতে ডাবিং করে বলিউড বাদশা চমকে দিয়েছিলেন অনুরাগীদের। দেশের বক্স অফিসে ঝড় তুলে দিয়ে ওই ছবি হইহই করে অল্প দিনেই ১৫০ কোটি টাকার ব্যবসা করেছিল। শুধু তাই নয়, সেই ছবিতে ‘সিম্বা’ চরিত্রে কণ্ঠ দিয়ে নজর কেড়েছিলেন আরিয়ান খানও। তবে প্রিক্যুয়েলে আব্রামের কণ্ঠ শোনার আবদার করেছিলেন অনুরাগীরা। ভক্তদের ইচ্ছেকে সায় দিয়েই ছোট্ট মুফাসার নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে আব্রামকে নিয়ে এলেন ডিজনি এবং শাহরুখ। ‘মুফাসা’র রাজা হয়ে ওঠার নেপথ্যের গল্প যে এবার সিনেপর্দায় জমে উঠবে, তা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement