সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার দেশজুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। তবে এই উৎসব সবচেয়ে বেশি পালিত হয় বাণিজ্য নগরী মুম্বইয়েই। এতে শামিল হয় বলিউডও। খোদ বলিউডের বাদশাহ শাহরুখ খান (Shah Rukh Khan) তাঁর বাড়িতে পুজো করেন গণপতির। সদ্যমুক্তি পেয়েছে ‘জওয়ান’। ইতিমধ্যেই কেবল দেশেই যার রোজগার পৌঁছে গিয়েছে ৫০০ কোটির দোরগোড়ায়। এই পরিস্থিতিতে সিদ্ধিদাতার আরাধনায় মাতলেন কিং খান। পুজো হচ্ছে সলমন খানের বোনের বাড়িতেও। সেখানে সপরিবারে শামিল হন ভাইজান।
এক্স হ্যান্ডলে গণেশের ছবি শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘স্বাগত গণপতি বাপ্পাজি। ভগবান গণেশের আরাধনায় আপনাদের ও আপনাদের পরিবারের আজকের দিনটি সুন্দর কাটুক। গণেশ যেন আমাদের সকলকে সুখ, শান্তি, সুস্বাস্থ্য দেন। এবং সঙ্গে অনেক মোদক দেন।’
এদিকে প্রতি বছরের মতো এদিনও গণেশ পুজো করেছেন সলমন খানের (Salman Khan) বোন অর্পিতা খান শর্মা। তাঁর বাড়ির পুজোতে সলমন তো বটেই, উপস্থিত থাকেন খান পরিবারের সকলেই। পাশাপাশি অভিনেত্রী শিল্পা শেট্টি ও ডিজাইনার মণীশ মালহোত্রাও তাঁদের বাড়িতে গণেশের আরাধনা করেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.