সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে ভাগ্যচাকা ঘুরতেই, পুরনো ফর্মে ফিরলেন ‘বাদশা’। সিনেমার মতোই অপ্রতিরোধ্য তাঁর গতি। আজ আম্বানিদের গণপতি উৎসবে তো কাল লালবাগে। রবিবাসরীয় ছুটির মেজাজেও বাড়িতে বসে থাকলেন না শাহরুখ খান (Shah Rukh Khan)। সন্ধেয় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের বাড়িতে গণেশ পুজো দিলেন। আর মধ্যরাতে ছুটলেন টি সিরিজের অফিসে (Eknath Shinde’s Ganpati Celebration)।
সাধের বাংলো মন্নতে ইদের পাশাপাশি প্রতিবছরই দিওয়ালি, গণেশ পুজো, ক্রিসমাসের মতো নানা ধর্মের অনুষ্ঠান পালন করেন শাহরুখ খান। স্ত্রী গৌরী এবং সন্তানদের নিয়ে মেতে ওঠেন পুজোয়। এবছরও তার অন্যথা হয়নি। গত মঙ্গলবার থেকে দেশজুড়ে যখন গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2023) পালিত হচ্ছে, তখন সেই উৎসবের আমেজে গা ভাসিয়েছেন খোদ বলিউড বাদশা ‘জওয়ান’ও। কখনও ছোট ছেলে অ্যাব্রামকে নিয়ে পৌঁছে গিয়েছেন লালবাগের গণেশ দর্শনে, আবার কখনও বা আম্বানিদের অ্যান্তেলিয়ার গণপতি উৎসবে। এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের বাড়ির গণেশ পুজোর অনুষ্ঠানেও যোগ দিলেন শাহরুখ খান। শুধু তাই নয়, মাঝরাতে ভূষণ কুমারের টি সিরিজের অফিসেও ম্যানেজারকে নিয়ে ঢুঁ মারলেন কিং খান।
শাহরুখের সঙ্গে শিণ্ডের বাড়িতে দেখা গেল সলমন খানকেও। মুখ্যমন্ত্রীর দুপাশে দাঁড়িয়ে ছবিও তুললেন বলিউডের ‘করণ-অর্জুন’ (SRK Salman)। সেই ছবি-ভিডিওই বর্তমানে নেটপাড়ায় ভাইরাল। কিং খানের গায়ে জড়ানো সাদা শাল। ফুলের তোড়া দিয়ে বাড়ির গণেশ পুজোয় জওয়ানকে স্বাগত জানালেন একনাথ শিণ্ডে। অন্যদিকে গেরুয়া উত্তরীয় গলায় দেখা গেল সলমন খানকেও (Salman Khan) । উল্লেখ্য, গণেশ চতুর্থীর দ্বিতীয় দিনেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে নিয়ে বোন অর্পিতা খান শর্মার বাড়িতে হাজির হয়েছিলেন ভাইজান। এবার মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে পৌঁছে গেলেন তাঁর বাড়ির গণেশ চতুর্থী উৎসবে।
#WATCH | Maharashtra | Actors Shah Rukh Khan and Salman Khan visited the residence of Maharashtra CM Eknath Shinde to attend Ganpati puja.#GaneshChaturthi2023 pic.twitter.com/MdHaEoYHlw
— ANI (@ANI) September 24, 2023
সেই রাতেই আবার টি সিরিজের অফিসের গণেশ পুজোয় যান শাহরুখ খান। সঙ্গে ছিলেন তাঁর ছায়াসঙ্গী পূজা দাদলানি। কিং খানের সঙ্গে সেখানে তিনিও গণপতি বন্দনা করলেন। বাপ্পার পায়ে ফুল অর্পণ করে করজোড়ে প্রার্থনা করতেও দেখা গেল বলিউড বাদশাকে।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.