Advertisement
Advertisement
SRK KKR

KKR অনুরাগীদের জন্য অন্য লুকে ক্যামেরার সামনে শাহরুখ, প্রকাশ্যে দলের নয়া অ্যান্থাম

দেখেছেন এই ভিডিও?

Bangla News Shah Rukh Khan: SRK appears in IPL 2020 special KKR Fan Anthem video | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 21, 2020 2:21 pm
  • Updated:October 21, 2020 2:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৮ সালের ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ‘জিরো’ (Zero)। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ২০০ কোটি টাকা বাজেটের ছবিটি। বাজেটের অর্থও জোগাড় করতে পারেনি। তাতেই ভেঙে পড়েছিলেন শাহরুখ (Shah Rukh Khan)। দুই বছর হতে চলল বলিউড বাদশাকে বড়পর্দায় দেখা যায়নি। প্যানডেমিক পরিস্থিতির (COVID-19 Situation) আগেই সিনেমা থেকে বিরতি নিয়েছিলেন তিনি। মাঝে এক দু’টি সিনেমায় ক্যামিও, বিজ্ঞাপন করেছিলেন বটে। কিন্তু মিনিট খানেকের বেশি ক্যামেরার সামনে তাঁকে দেখা যায়নি। তবে এবার একটু বেশি সময় স্ক্রিনে দেখা গেল কিং খানকে। নিজের টিম কলকাতা নাইট রাইডার্সের (KKR) অনুরাগীদের জন্য নতুন মিউজিক ভিডিও প্রকাশ করলেন শাহরুখ। আর তাতে নিজে ধরা দিলেন এক্কেবারে ভিন্ন লুকে।

 

Advertisement

[আরও পড়ুন: ‘গুলদস্তা’ রিভিউ: নিশ্চিতভাবেই রঙিন ফুলের সমাহার, কিন্তু সুবাস কম]

করোনা (CoronaVirus) সংকটের জেরে এবার দুবাইয়ে বসেছে আইপিএলের (IPL) আসর। নিজের টিমের উৎসাহ বাড়াতে পরিবার-সহ সেখানে পৌঁছে গিয়েছেন বলিউড বাদশা। গ্যালারিতে তাঁর দর্শন পাওয়া গিয়েছিল মাথায় টুপি এবং মুখে মাস্ক পরে। তবে ‘লাফাও’ ভিডিওতে শাহরুখের নতুন লুক ক্যামেরায় ধরা পড়েছে।

শাহরুখের পাশাপাশি ভিডিওয় রয়েছেন ব়্যাপার বাদশা (Badshah)। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের কথাও লিখেছেন তিনি। গানে শাহরুখপুত্র আরিয়ানের অবদানও রয়েছে। ভিডিওয় মূল ভাবনা তাঁরই। শুরু থেকে শেষ পর্যন্ত আরিয়ানই (Aryan Khan) পুরো বিষয়টি সাজিয়েছেন। কিছুদিন আগেই শোনা গিয়েছিল, আইপিএলের মরশুম শেষ করেই সিনেমার ফ্লোরে ফিরবেন শাহরুখ। সূত্রের খবর মানলে, যশরাজ ফিল্মসের ব্যানারে ‘পাঠান’ ছবিতে ফের দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) সঙ্গে জুটি বাঁধবেন কিং খান। ছবিতে থাকতে পারেন জন আব্রাহামও (John Abraham)।  তবে আপাতত আইপিএলেই মজেছেন বলিউডের বাদশা।

 

[আরও পড়ুন: একসঙ্গে টুইটার প্রোফাইলে নিজেদের নাম পালটে ফেললেন শাহরুখ-কাজল, কারণ জানেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement