সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতে বাঁধা পথে হাঁটার মানুষ তিনি কোনওদিনই ছিলেন না। তাই ২০২১ সালকে স্বাগত জানানোর ক্ষেত্রেও ব্যতিক্রমের পথে হাঁটলেন। দেরিতে শুভেচ্ছা জানিয়েও অনুরাগীদের খুশি করে দিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। জানিয়ে দিলেন, নতুন বছরেই বড়পর্দায় ক্যামব্যাক করছেন তিনি।
এক কালে শোনা যেত, ভোররাত পর্যন্ত নাকি জেগে থাকেন শাহরুখ। দুপুরের আগে ঘুম থেকে ওঠেন না। কিন্তু সেই প্রচলিত কথা ভেঙেই শনিবার সকালে টুইটারে (Twitter) হাজির হন কিং খান। সেখানেই জানান ২০২১ সালের বড়পর্দায় প্রত্যাবর্তনের খবর।
Here’s wishing you all a safe, happy and prosperous 2021… pic.twitter.com/COgpPzPEQJ
— Shah Rukh Khan (@iamsrk) January 2, 2021
৩ মিনিট ১৫ সেকেন্ডের এই ভিডিওতে বাড়ির পোশাকেই ক্যামেরার সামনে বসেন শাহরুখ। প্রথমে পুরনো বছরের কথা দিয়ে শুরু করেন। তারপরই আবার কৌতুকের ছলে জানান, তাঁর টিমের কেউ নেই বলেই নিজে নিজে সমস্ত আয়োজন করেছেন। তাই একটু দেরি হয়ে গেল। তবে শুভেচ্ছা জানাতে ক্যামেরার সামনে হাজির হয়েই গিয়েছেন। এরপরই বলতে শুরু করেন কীভাবে পুরনো বছরের অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন সকলে। জানান, জীবনের পথে খারাপের পর আর খারাপ হওয়ার কিছু থাকে না। তলানিতে পৌঁছে গেলে সেখান থেকে শুধুই উত্তরণের রাস্তা খোলা থাকে। তাই বলিউড বাদশার বিশ্বাস, নতুন বছর সমস্ত কিছু ভাল হবে। নতুন করে জীবন হাসবে। নিজের এই শুভেচ্ছা বার্তার একেবারে শেষেই শাহরুখ বলেন, “তাহলে ২০২১ সালে বড়পর্দায় দেখা হচ্ছে!”।
২০১৮ সালে ‘জিরো’র (Zero) ব্যর্থতার পর, বিরতি নিয়েছিলেন শাহরুখ। গত বছরের শেষে ‘পাঠান’ (Pathan) সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ছবি। শোনা গিয়েছে, ছবির প্রথম পর্যায়ের শুটিং শেষ করে ফেলেছেন কিং খান। তাই বছরের শুরুতেই সুখবর দিয়ে দিলেন তিনি। আর এতেই উচ্ছ্বসিত শাহরুখ-অনুরাগীরা। শুভেচ্ছা ও ভালবাসায় টুইটার ভরিয়ে দিয়েছেন তাঁরা।
Mmm waking up with this sweet & sexy treat just makes my 2021 so meaningful ♥️ Happy New Year my Handsome King I knew you are bringing something more special thats taking you a bit time but this May Allah protect you & keep you healthy, See you in the big screen Sexoboy pic.twitter.com/2awYKW3mbh
— ♡ Sнαн ᏦᎥ Ᏸω ♡ ღ (@JacyKhan) January 2, 2021
2021 – The Year of the King.
We Love You SRK! Have a great new year. Wishing you happiness, success and good health. Thank you for always making us smile. Aap sirf Star nahi ho… Duniya ho humari!
KING SRK IN THEATRES IN 2021 pic.twitter.com/tw9nsntWjY
— Gurdeep ⚡ (@Gurdeep_0701) January 2, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.