Advertisement
Advertisement

Breaking News

Shah Rukh Khan

নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে বড় ঘোষণা শাহরুখের, হাসি ফুটল অনুরাগীদের মুখে

কী এমন বললেন কিং খান? দেখুন ভিডিও।

Shah Rukh Khan announces his comeback on big screen this year | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 2, 2021 4:42 pm
  • Updated:January 2, 2021 4:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতে বাঁধা পথে হাঁটার মানুষ তিনি কোনওদিনই ছিলেন না। তাই ২০২১ সালকে স্বাগত জানানোর ক্ষেত্রেও ব্যতিক্রমের পথে হাঁটলেন। দেরিতে শুভেচ্ছা জানিয়েও অনুরাগীদের খুশি করে দিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। জানিয়ে দিলেন, নতুন বছরেই বড়পর্দায় ক্যামব্যাক করছেন তিনি।

এক কালে শোনা যেত, ভোররাত পর্যন্ত নাকি জেগে থাকেন শাহরুখ। দুপুরের আগে ঘুম থেকে ওঠেন না। কিন্তু সেই প্রচলিত কথা ভেঙেই শনিবার সকালে টুইটারে (Twitter) হাজির হন কিং খান। সেখানেই জানান ২০২১ সালের বড়পর্দায় প্রত্যাবর্তনের খবর।

Advertisement

[আরও পড়ুন: আইন ভেঙে আদালতের ভর্ৎসনার মুখে কঙ্গনা! ভাঙা পড়তে পারে অভিনেত্রীর ফ্ল্যাটও]

৩ মিনিট ১৫ সেকেন্ডের এই ভিডিওতে বাড়ির পোশাকেই ক্যামেরার সামনে বসেন শাহরুখ। প্রথমে পুরনো বছরের কথা দিয়ে শুরু করেন। তারপরই আবার কৌতুকের ছলে জানান, তাঁর টিমের কেউ নেই বলেই নিজে নিজে সমস্ত আয়োজন করেছেন। তাই একটু দেরি হয়ে গেল। তবে শুভেচ্ছা জানাতে ক্যামেরার সামনে হাজির হয়েই গিয়েছেন। এরপরই বলতে শুরু করেন কীভাবে পুরনো বছরের অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন সকলে। জানান, জীবনের পথে খারাপের পর আর খারাপ হওয়ার কিছু থাকে না। তলানিতে পৌঁছে গেলে সেখান থেকে শুধুই উত্তরণের রাস্তা খোলা থাকে। তাই বলিউড বাদশার বিশ্বাস, নতুন বছর সমস্ত কিছু ভাল হবে। নতুন করে জীবন হাসবে। নিজের এই শুভেচ্ছা বার্তার একেবারে শেষেই শাহরুখ বলেন, “তাহলে ২০২১ সালে বড়পর্দায় দেখা হচ্ছে!”।

২০১৮ সালে ‘জিরো’র (Zero) ব্যর্থতার পর, বিরতি নিয়েছিলেন শাহরুখ। গত বছরের শেষে ‘পাঠান’ (Pathan) সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ছবি। শোনা গিয়েছে, ছবির প্রথম পর্যায়ের শুটিং শেষ করে ফেলেছেন কিং খান। তাই বছরের শুরুতেই সুখবর দিয়ে দিলেন তিনি। আর এতেই উচ্ছ্বসিত শাহরুখ-অনুরাগীরা। শুভেচ্ছা ও ভালবাসায় টুইটার ভরিয়ে দিয়েছেন তাঁরা।   

 

[আরও পড়ুন: টলিপাড়ায় ফের বাজল বিয়ের সানাই, বছরের শুরুতেই পূর্ণতা পেল মিমি-ওমের প্রেম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement