সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময় শাহরুখ সারাদিন শুধু খেতেন ব্ল্য়াক কফি আর কাবাব। আর সঙ্গে একের পর এক সিগারেট ধরাতেন। এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়ে ছিলেন তিনি নাকি দিনে ১০০ টার বেশি সিগারেট খান। সেই শাহরুখই ৫৯-এর জন্মদিনে দিলেন বড় ঘোষণা। জন্মদিনে ফ্যানদের সাক্ষী রেখে শাহরুখ জানালেন, ”তিনি আর ধূমপান করছেন না। ”
শাহরুখ আরও জানালেন, ”প্রথমে ভেবেছিলাম, ধূমপান ছেড়ে দিলে হয়তো শ্বাস নিতে কষ্ট হবে। কিন্তু তেমন কোনও সমস্যা হচ্ছে না। তবে হ্যাঁ, হঠাৎ করে এত বড় বদল আসায়, একটু অসুবিধা হচ্ছে। আশা করছি, সেই সমস্যাও তাড়াতাড়ি কেটে যাবে। ”
শাহরুখ খানের জন্মদিন মানেই প্রাসাদোপম মন্নতের বাইরে জনজোয়ার। প্ল্যাকার্ড, ফুল, কেক হাতে আকাশে-বাতাসে শুধুই ‘শাহরুখ… শাহরুখ’ গগনভেদী চিৎকার! বাদশার ৫৯তম জন্মদিনেও (SRK birthday) সেই একই দৃশ্য। বান্দ্রার রাস্তায় জনতার ঢল। শুক্রবার মাঝরাত থেকেই ‘পীঠস্থান’ মন্নতের বাইরে ভিড় জমাতে শুরু করেছেন শাহরুখ অনুরাগীরা। প্রতিবার ইদ আর জন্মদিনে নিয়ম করে মন্নতের ছাদে উঠে ভক্তদের দর্শন দেন তিনি। গত তিন দশকের এই রেওয়াজে কোভিডকাল ছাড়া ছেদ পড়েনি! তবে এবারের জন্মদিনেও প্রথা ভাঙলেন বাদশা।
“I am not smoking anymore guys.”
– SRK at the #SRKDay event#HappyBirthdaySRK #SRK59 #King #ShahRukhKhan pic.twitter.com/b388Fbkyc4
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) November 3, 2024
মন্নতের ছাদে নয়, বরং ভক্তদের সঙ্গে একান্তে জন্মদিন পালন করলেন কিং খান। সেরকম কোনও আড়ম্বর নেই। সাদামাটা পোশাকেই পৌঁছে গেলেন মন্নতের অনতিদূরে বান্দ্রার বালগন্ধর্ব রং মন্দিরে। তবে সাজপোশাক যেমনই হোক, বাদশা ম্যাজিক বলে কথা! তিনি মঞ্চে উঠতেই যেন দিনভর অপেক্ষারত ভক্তরা চাঙ্গায়নী সুধা পেলেন। শাহরুখের উপস্থিতিই তাঁদের কাছে টনিকের মতো কাজ করল। সেই অনুষ্ঠানে নাচতেও দেখা গেল তাঁকে। শাহরুখ খানের এক ফ্যানক্লাবের তরপেই অবশ্য আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। তাঁদের নিরাশ করেননি কিং খান অন্তত। তবে মন্নতের সামনে দিনভর দাঁড়িয়ে থাকা ভক্তদের হৃদয় একেবারে খান-খান! কারণ সারাদিনের অপেক্ষার পরও শাহরুখের দর্শন পাননি তাঁরা।
কিং খানের ওই ফ্যানক্লাব থেকেই অনুষ্ঠানের বিভিন্ন ঝলক প্রকাশ করা হয়েছে। সেই অনুষ্ঠানেই এক শাহরুখ ভক্ত চিন থেকে মুম্বইতে এসেছেন তাঁর সঙ্গে দেখা করার জন্য। জানা গিয়েছে, এবার মেয়ে সুহানা নাকি বাবার জন্য বিশেষভাবে জন্মদিনের আয়োজন করেছেন। এই অনুষ্ঠান থেকে ফেরার পরই সম্ভবত সেই সেলিব্রেশনে যোগ দেবেন তিনি। তাই রাত বাড়ার সঙ্গে সঙ্গে বলাই যায়, ‘পিচকার অভি বাকি হ্যায়…।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.