Advertisement
Advertisement

Breaking News

Shah Rukh Salman at Eid

মন্নতের ছাদে চেনা পোজে ‘পাঠান’ শাহরুখ, গ্যালাক্সিতে সলমন, ইদের শুভেচ্ছা দুই তারকার

শাহরুখের সঙ্গেই মন্নতের ছাদে এসেছিল আব্রাম।

Shah Rukh Khan and Salman Khan waving from Mannat and Galaxy at Eid 2023 | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 22, 2023 4:39 pm
  • Updated:April 22, 2023 7:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিবার আসেন। ভক্তদের দেখা দেন। হাত নেড়ে তাঁদের অভিবাদন জানান। তারপর দু’টি বাহু প্রসারিত করে নিজের চেনা ছন্দে ক্যামেরার সামনে ধরা দেন। এবারও তার ব্যতিক্রম হল না। মন্নতের (Mannat) ছাদে ‘পাঠান’-এর মেজাজেই দেখা দিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। এদিকে ‘কিসি কা ভাই কিসি কা জান’ সলমন খান (Salman Khan)। নীল পাঠানি স্যুট পরে দেখা দিলেন গ্যালাক্সির সামনে। 

SRK-Mannat-1

Advertisement

বাড়িতে সাদা অথবা কালো পোশাক পরতেই পছন্দ করেন শাহরুখ। শনিবার তাঁকে দেখা যায় সাদা শার্ট ও কালো জিনসে। গলায় কালো একটি মালা ঝুলিয়ে এসেছিলেন কিং খান। চোখে তাঁর ছিল রোদচশমা।

[আরও পড়ুন: ‘আবার বিবাহ অভিযান’-এর ফাঁদে অঙ্কুশ-অনির্বাণ-রুদ্রনীল, এবার তুলকালাম থাইল্যান্ডে]

পবিত্র ইদের দিনে বলিউড বাদশাকে দেখতে ভিড় জমে যায় মন্নতের সামনে। কাতারে কাতারে মানুষ এসেছিলেন। একটিবার যদি শাহরুখের দর্শন পাওয়া যায়। মন্নতের ছাদে সুপারস্টারকে দেখেই তাঁদের উচ্ছ্বাসের বাঁধ ভেঙে যায়। ‘শাহরুখ… শাহরুখ…’ নামে চিৎকার করতে থাকেন তাঁরা।

 

এদিন শাহরুখ অনুরাগীদের কাছে বড় পাওনা ছিল আব্রামের দর্শন। বাবার সঙ্গেই মন্নতের ছাদে এসেছিল সে। শাহরুখ ভক্তদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদনও জানায়।

ইদের দিনে গ্যালাক্সির বারান্দায় দেখা যায় সলমনকে। নীল পাঠানি স্যুট পরে এসেছিলেন ভাইজান। পাশে দাঁড়িয়েছিলেন বন্দুকধারী নিরাপত্তারক্ষী।  বিষ্ণোই গ্যাংয়ের প্রাণনাশের হুমকির জেরেই এই নিরাপত্তা। সোশ্যাল মিডিয়াতেও পরিবারের পক্ষ থেকে সকলকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন সলমন।

[আরও পড়ুন: ইদের পবিত্র দিনে আল্লাহর কাছে ‘রেহেম’ চেয়ে একটাই প্রার্থনা মীর আফসার আলির]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement