Advertisement
Advertisement

Breaking News

IIFA 2024 winners

IIFA সেরা শাহরুখ-রানি, আর কারা পেলেন কোন পুরস্কার? রইল তালিকা

যেন নয়ের দশক ফিরে এসেছে IIFA সেরার তালিকায়।

Shah Rukh Khan and Rani Mukerji bag best actors, see the list of IIFA 2024 winners
Published by: Suparna Majumder
  • Posted:September 29, 2024 10:07 am
  • Updated:September 29, 2024 5:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেন নয়ের দশক ফিরে এসেছে IIFA সেরার তালিকায়। একদিকে সেরা অভিনেতা শাহরুখ খান, অন্যদিকে সেরা অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। বাকি পুরস্কারের তালিকাতেও বলিউডের অভিজ্ঞ তারকাদের সংখ্যাই বেশি। নতুনদের মধ্যে ভিকি কৌশলকে দেখা গেল সঞ্চালনায়। মঞ্চে পারফর্ম করলেন কৃতী স্যানন, নোরা ফতেহি, শাহিদ কাপুররা। তবে সেখানেও বাজিমাত করলেন রেখা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by IIFA Awards (@iifa)

Advertisement

বলিউডের ‘এভারগ্রিন বিউটি’র নাচে মুগ্ধ আবু ধাবির দর্শকরা। কারা পেলেন কোন পুরস্কার? এক নজরে দেখে নেওয়া যাক। 

IIFA সেরার তালিকা
————–
সেরা ছবি: অ্যানিম্যাল
সেরা অভিনেতা: শাহরুখ খান (জওয়ান)
সেরা অভিনেত্রী: রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)
সেরা পরিচালক: বিধুবিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)

IIFA
সেরা সহ-অভিনেতা – অনিল কাপুর (অ্যানিম্যাল)
সেরা সহ-অভিনেত্রী – শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি)
সেরা খলনায়ক – ববি দেওল (অ্যানিম্যাল)
সেরা গল্প – রকি অউর রানি কি প্রেম কাহানি
সেরা গল্প (অ্যাডাপ্টেড) – টুয়েলভথ ফেল
সেরা সঙ্গীত পরিচালনা – অ্যানিম্যাল
সেরা সঙ্গীতশিল্পী (পুরুষ) – ভূপিন্দর বাব্বাল (অর্জন ভেল্লি, অ্যানিম্যাল)
সেরা সঙ্গীতশিল্পী (মহিলা) – শিল্পা রাও (ছলেয়া, জওয়ান)
সেরা গীতিকার – সিদ্ধার্থ-গরিমা (সতরঙ্গা, অ্যানিম্যাল)

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by IIFA Awards (@iifa)

এছাড়াও এদিন বিশেষ সম্মান পেয়েছেন বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। তাঁকে ও প্রযোজক-পরিবেশক জয়ন্তীলাল গাদাকে ভারতীয় সিনেমায় অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়েছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by IIFA Awards (@iifa)

সিনেমা জগতে ২৫ বছর পূর্ণ হওয়ায় সম্মানিত করা হয়েছে করণ জোহরকে। শাহরুখ ও ভিকির পাশাপাশি তিনিও এবারের ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমির (IIFA) পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by IIFA Awards (@iifa)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement