Advertisement
Advertisement

Breaking News

Shah Rukh Khan

স্কুলের নাটকে শাহরুখের মতো অভিনয়, ছোট ছেলে আব্রামকে দেখে চোখে জল এসআরকের!

আব্রামের নাটক দেখলেন গৌরা খান ও সুহানা খানও।

Shah Rukh Khan and Gauri Khan overwhelmed as son AbRam offer hugs in actor's iconic pose during school play| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 16, 2023 12:16 pm
  • Updated:December 16, 2023 12:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেবারে বাপ কা বেটা! হ্যাঁ, বড় ছেলে আরিয়ান তো ছিলেনই, এবার ছোট ছেলেও বাবার পথে হাঁটল। গপ্পোটা শাহরুখের ছোট ছেলে আব্রামের।

ব্যাপারটা একটু খোলসা করা যাক। সম্প্রতি স্কুলের নাটকে অভিনয় করল ছোট্ট আব্রাম। নাটকের মাঝে শাহরুখের কায়দায় হাত ছড়িয়ে পোজও দিল। আর দর্শক আসনে বসে শাহরুখ আনন্দে আত্মহারা। শাহরুখের চোখে তখন আনন্দের অশ্রু।

Advertisement

[আরও পড়ুন: ‘এমন অ্যানিম্যাল কি সমাজে নেই?’ বিতর্কে মুখ খুললেন ববি দেওল]

শাহরুখের এক অনুরাগী আব্রামের এই ভিডিও শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। সেই পোস্টে তিনি লিখলেন, ‘গর্বিত বাবা এবং মা। কত জলদি বড় হয়ে যাচ্ছে।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SRK VIBE (@_srkvibe2.0)

বরাবর ‘ফ্যামিলি ম্যান’ শাহরুখ খান (Shah Rukh Khan)। হাজারও ব্যস্ততার মাঝে পরিবারকে সময় দিতে ভোলেন না তিনি। ছোট ছেলে আব্রাম আবার বাবার একটু বেশি আদুরে। আব্রামের (Abram) সমস্ত কাজে নজর থাকে বলিউড বাদশার। তার সাফল্যে আনন্দে আত্মহারাও হয়ে যান।

[আরও পড়ুন: ‘এত রক্ত কেন!’, বিষাক্ত পৌরুষত্বের উদযাপন করে কী বার্তা দিতে চায় ‘অ্যানিম্যাল’?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement