সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিন্দুকদের মোক্ষম জবাব দিয়ে চুপ করাতে শাহরুখ খানের জুড়ি মেলা ভার! বলিউড বাদশার ক্ষুরধার উত্তরেই পাওয়া যায় তাঁর তুখড় বুদ্ধিমত্তার পরিচয়। এবার প্রকাশ্যেই এক নিন্দুককে একহাত নিলেন কিং খান।
‘জওয়ান’ মুক্তির আর ১ মাসও বাকি নেই! সম্প্রতি নতুন লুক শেয়ার করে তা মনে করিয়ে দিয়েছেন শাহরুখ। রিলিজের প্রাক্কালে শহরে শহরে প্রচারের জন্য না ঘুরে শুধুমাত্র ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সংযোগস্থাপন করেই কীভাবে সিনেমা সুপারহিট করা যায়, সেই কৌশল কিং খানের ভালই জানা। ঠিক যেমনটা ‘পাঠান’ রিলিজের আগে করেছিলেন। এবার ‘জওয়ান’ মুক্তির আগেও সেই একই পথে হাঁটলেন বাদশা।
বৃহস্পতিবার টুইটারে AskMeAnything সেশন করেন শাহরুখ। সেখানেই জনৈক নেটিজেন কিং খানের উদ্দেশে বলেন- “স্যর, জওয়ান হওয়ার একটা বয়স হয়, কিন্তু আপনার তো অনেক বয়স হয়ে গেছে।” এমন কটাক্ষবাণ নজর এড়ায়নি কিং খানের। সরাসরি ওই নিন্দুককে মোক্ষম জবাব দিয়ে চুপ করালেন তিনি। শাহরুখ পালটা বলেন, “মনে করিয়ে ভাল করেছো। আরেকটা কথা মাথায় রাখবে। মূর্খ হওয়ারও কোনও বয়স হয় না। হা হা…!
Accha kiya yaad dila diya….ek aur yaad rakhna…bewakoof hone ki koi Umar nahi hoti….ha ha. #Jawan https://t.co/Vhrfm6Cky3
— Shah Rukh Khan (@iamsrk) August 10, 2023
প্রসঙ্গত, বক্সঅফিসে যখন খাবি খাচ্ছে বলিউডের নবীন প্রজন্মের সিনেমা। একশো কোটির ক্লাবে ঢুকতে গিয়েই নাভিশ্বাস উঠে যাচ্ছে। তখন বছর চারেক বাদে পর্দায় প্রত্যাবর্তন করেও হিন্দি সিনে ইন্ডাস্ট্রির ব্যবসার গ্রাফ উর্ধ্বমুখী করেছেন শাহরুখ খান। বলিউডের ব্যবসার হাল ফেরাতে বলিউডের ‘বেতাজ বাদশা’ই সম্ভবত বর্তমানে একমাত্র ব্রহ্মাস্ত্র। বক্সঅফিসে ‘পাঠান’ ঝড়ের পর ‘জওয়ান’-এর আগাম মরশুমি পূর্বাভাসই তার প্রমাণ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.