Advertisement
Advertisement

Breaking News

Shah Rukh Khan Salman Khan

ডাবল ধামাকা, শাহরুখ খানের কামব্যাক ছবিতে থাকছেন সলমনও!

আরও কে কে থাকছেন ছবিতে?

Bangla News of SRK’s upcoming thriller Pathan, Shah Rukh and Salman once again may be seen together again | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 6, 2020 4:28 pm
  • Updated:November 6, 2020 4:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কবে বলিউডের বাদশা স্বেচ্ছার বনবাস ছেড়ে সিনেমা শুটিং ফ্লোরে ফিরবেন? সেই প্রশ্নের উত্তর জানতে মরিয়া সিনেপ্রেমীরা। প্রতিবারই যখন কোনও না কোনও গুঞ্জন প্রকাশ্যে আসে, আশার আলো খুঁজতে শুরু করেন অনুরাগীরা। সেই আশাতে ইন্ধন জুগিয়ে প্রকাশ্যে নতুন খবর। সূত্রের খবর মানলে, খুব শিগগিরি সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘পাঠান’ ছবির শুটিং শুরু করবেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আর তাতে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন সলমন খানও (Salman Khan)।

গত দুই বছরে শাহরুখের কামব্যাক নিয়ে একাধিক জল্পনা শোনা গিয়েছে। কখনও রটেছে দক্ষিণী পরিচালক অ্যাটলির (Atlee) পরিচালনায় শুটিং ফ্লোরে ফিরবেন কিং খান, কখনও আবার পরিচালক রাজকুমার হিরানির (Rajkumar Hirani) সঙ্গে শাহরুখের জুটি বাঁধার কথা শোনা গিয়েছে। এরই মাঝে খবর ছড়ায়, নিজের পছন্দের যশরাজ ফিল্মসের (YRF Films) ব্যানারেই কামব্যাক করছেন শাহরুখ। ছবির নাম ‘পাঠান’।

Advertisement

[আরও পড়ুন: করোনা কালে কীভাবে আলোর উৎসবে মাতবেন, জানালেন তৃণা-স্বস্তিকা-ঊষসী-নীল]

শোনা গিয়েছে, সিদ্ধার্থ আনন্দের (Siddharth Anand) পরিচালনায় শাহরুখের সঙ্গে কাজ করবেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং জন আব্রাহাম (John Abraham)। এবার শোনা যাচ্ছে, বন্ধুর কামব্যাক ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করলেন সলমন। এর আগে শাহরুখের শেষ মুক্তি পাওয়া ছবি ‘জিরো’তেও (Zero) ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল সলমনকে।

বর্তমানে রিয়ালিটি শো ‘বিগ বস’-এর (Bigg Boss 14) সঞ্চলনা করছেন সলমন। এরই মধ্যে শেষ করেছেন ‘রাধে’র শুটিং। এবার মহেশ মাঞ্জরেকরের (Mahesh Manjrekar) পরিচালনায়  ‘অন্তিম’ (Antim) ছবির শুটিং শুরু করতে চলেছেন বলিউডের ভাইজান। শোনা গিয়েছে, ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করবেন সলমন। কিন্তু সে পুলিশ পাঞ্জাবের হবে মহারাষ্ট্রের তা এখনও ঠিক হয়নি। শোনা যাচ্ছে, সলমনের ইচ্ছে পাঞ্জাবি পুলিশের চরিত্রে অভিনয় করা। কিন্তু পরিচালক মহেশ মনে করেন মহারাষ্ট্রের পুলিশের চরিত্রে বেশি ভাল মানাবে বলিউডের সুলতানকে।

[আরও পড়ুন: জীবনের দীর্ঘতম করবা চৌথ পালন করলেন প্রীতি জিন্টা, কেন এমন দাবি অভিনেত্রীর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement