সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী শাবানা আজমি। তাও আবার ফেক প্রোফাইলের কারণে! হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছে অভিনেত্রীর সঙ্গে।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। খবর অনুযায়ী, শাবানা আজমির নাম করে টুইটারে এক ব্যক্তি সবাইকে টুইট করে যাচ্ছেন। এমনকী, শাবানার অভিযোগ ওই ভুয়ো প্রোফাইল থেকে শাবানার আত্মীয়-পরিজনদের কাছ থেকে টাকাও চাইছেন ব্যক্তি। শাবানা এটা জানার পরই নড়ে চড়ে বসেন। দ্বারস্থ হন পুলিশের। সেই ঘটনার কথা উল্লেখ করে শাবানা সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘আমার একাধিক সহকর্মী ও বন্ধুকে আমার নাম করে মেসেজ পাঠানো হচ্ছে বলেই জানতে পেরেছি। এটা একটা ফিশিং অ্যাটেম্পট ছাড়া আর কিছুই নয়। যাঁরা এই মেসেজের উত্তর দিচ্ছেন তাঁদের অ্যাপ স্টোর থেকে মেসেঞ্জারের জন্য কেনাকাটা করতে বলা হচ্ছে। এটা কিন্তু একটা ফাঁদ ছাড়া আর কিছুই নয়।’
NOTICE
It has come to our notice that some of our colleagues and associates, have received messages purported to be from Ms Shabana Azmi. These are clearly “phishing” attempts asking responders to make purchases on App Store for the messenger. Please do not reply or pick any…
— Azmi Shabana (@AzmiShabana) August 22, 2023
শাবানা আরও লেখেন, ”শাবানাজির নাম করে কোনও কল বা মেসেজ এলে প্লিজ ধরবেন না। এটা সাইবার ক্রাইম। আমরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.