Advertisement
Advertisement
অভয় ২

ওয়েব সিরিজে ক্ষুদিরাম ‘মোস্ট ওয়ান্টেড’!, কলেজস্ট্রিটে SFI-এর প্রতিবাদী মিছিলে পুড়ল কুশপুতুল

কঠোর পদক্ষেপ নেওয়া হোক এই ওয়েব প্ল্যাটফর্মের বিরুদ্ধে, দাবি বামপন্থী ছাত্র সংগঠনের।

SFI Protest over Web series portrayal Khudiram Bose in negative light
Published by: Sandipta Bhanja
  • Posted:August 17, 2020 7:58 pm
  • Updated:August 17, 2020 7:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ZEE5-এর সিরিজে ক্ষুদিরাম বসু ‘মোস্ট ওয়ান্টেড’! যে কারণে সোশ্যাল মিডিয়া এখন সরগরম ওয়েব সিরিজ ‘অভয় ২’ (Abhay 2) নিয়ে। পুলিশ এবং আদালতের দ্বারস্থ হওয়ার কথা বামপন্থী ছাত্র সংগঠনের তরফে রবিবারই জানানো হয়েছিল। সোমবার এই ঘটনার প্রতিবাদে কলেজস্ট্রিট চত্বরে বিক্ষোভ প্রদর্শন করল এসএফআই (SFI)। কঠোর পদক্ষেপ নেওয়া হোক জি ফাইভের বিরুদ্ধে, দাবি তোলা হয়েছে সংশ্লিষ্ট বামপন্থী ছাত্র সংগঠনের তরফে।

ZEE 5-এর ওয়েব সিরিজে স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুকে দুষ্কৃতি হিসেবে কেন দেখানো হল? প্রশ্ন তুলে প্রতিবাদে সরব বামপন্থী ছাত্র সংগঠন। এদিন কলেজস্ট্রিট মোড়ে জি সংস্থার কর্ণধার সুভাষচন্দ্র গোয়েঙ্কার কুশপুত্তলিকাও দাহ করা হয়। এই ঘটনা নিঃসন্দেহে লজ্জার! বাঙালি বলেই কি এমন অবজ্ঞা? প্রশ্ন তুলেছেন অনেকেই।

Advertisement

[আরও পড়ুন: ফের বিতর্কে জাহ্নবীর ‘গুঞ্জন সাক্সেনা’, ছবির প্রদর্শন বন্ধ করার দাবি জাতীয় মহিলা কমিশনের]

সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়ে চাপের মুখে নতি স্বীকার করেছে ওয়েব প্ল্যাটফর্ম ZEE5। নিঃশর্ত ক্ষমা চেয়ে টুইট করেছেন ‘অভয় ২’ সিরিজের পরিচালক কেন ঘোষও। জল এতদূর গড়িয়েছে যে, সিরিজের যে অংশটিতে রাজদ্রোহী হিসেবে ক্ষুদিরাম বসুকে দেখানো হয়েছে, সেই অংশে ক্ষুদিরাম বসুর ছবি ঝাপসা করে দেওয়ার কথা বলেছে জি ফাইভ। কিন্তু তাতেই কী সাতখুন মাফ হয়ে যায়? এই প্রশ্নই তুলেছেন নেটিজেনরা।

আর তাই বাঙালি বিপ্লবী ক্ষুদিরাম বসুর ছবি ‘মোস্ট ওয়ান্টেড’-দের তালিকায় রাখার বিরুদ্ধে পুলিশ ও আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিল চারটি বামপন্থী ছাত্র সংগঠন। ঘটনার প্রতিবাদে আজ রাজ্যজুড়ে প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়েছিল। তার রেশ ধরেই কলেজস্ট্রিট মোড়ে সোমবার বিকেল নাগাদ প্রতিবাদী মিছিল ও কুশপুতুল দাহ করা হয় বামপন্থী সংগঠনের তরফে।

বেশ কিছু প্রশ্ন তোলা হয়েছে এই সংগঠনের তরফে। সরকারি আধিকারিকরা কীভাবে এই ওয়েব সিরিজ মুক্তির ছাড়পত্র দিলেন? তাঁদের চোখে কি একবারও এই মারাত্মক বিষয়টি চোখে পড়ল না? দেশের স্বাধীনতা সংগ্রামীদের বলিদান ভুলিয়ে দিতেই এই ধরনের কাজ করা হচ্ছে বলে অভিযোগ বাম সংগঠনগুলির রাজ্য নেতৃত্বর। বিষয়টিকে হালকা চালে নিতে মোটেও রাজি নন তাঁরা। তাই জি ফাইভের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আবেদন রেখেছেন তাঁরা।

[আরও পড়ুন: চুরাশির শিখ দাঙ্গায় দেশ ছাড়তে বলা হয়েছিল! ভাবলে এখনও শিউরে ওঠেন অঙ্গদ বেদি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement