Advertisement
Advertisement

আমির খানের বাড়িতে করোনার থাবা, আক্রান্ত অভিনেতার ৭ পরিচারক

মাকে নিয়ে হাসপাতালে করোনা পরীক্ষা করাতে যান অভিনেতা।

Seven staff of Aamir Khan test positive for Covid-19
Published by: Bishakha Pal
  • Posted:June 30, 2020 12:46 pm
  • Updated:June 30, 2020 4:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করণ জোহর ও বনি কাপুরের পর এবার করোনার হানা আমির খানের (Aamir Khan) বাড়িতে। অভিনেতার বাড়ির সাত জন স্টাফের শরীরে করোনার সন্ধান মিলেছে। এঁদের মধ্যে দু’জন আমিরের রাঁধুনি। শরীরে ভাইরাস ধরা পড়ার পরই তাঁদের কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়। অভিনেতা তাঁর মাকে নিয়ে করোনা পরীক্ষা করাতে যান।

টুইটারে নিজেই এই খবর জানিয়েছেন আমির। লিখেছেন, স্টাফদের করোনা পরীক্ষা ও কোয়ারেন্টাইনের ব্যাপারে বৃহন্মুম্বই পুরনিগম (BMC) তাঁকে খুব সাহায্য করেছে। এর জন্য BMC-কে ধন্যবাদ দিয়েছেন অভিনেতা। সাতজনের রিপোর্ট পজিটিভ আসার পর আমিরের বাড়ির বাকি পরিচারক-পরিচারিকাদেরও করোনা পরীক্ষা করা হয়। কিন্তু তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে। সেই কারণেই তাঁর মাকে নিয়ে করোনা পরীক্ষার জন্য হাসপাতাল যান অভিনেতা। কর্মীদের করোনা পরীক্ষা ও মেডিক্যাল সাহায্যের জন্য BMC’র পাশাপাশি কোকিলাবেন হাসপাতাল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন আমির।

Advertisement

[ আরও পড়ুন: প্রতিশ্রুতি রাখলেন দেব, দুবাই থেকে ১৭১ জনকে ফেরালেন অভিনেতা ]

বলিউডে করোনার থাবা অবশ্য এই প্রথম নয়। বলিউডে এখনও পাঁচজনের শরীরে থাবা বসিয়েছে এই মারণ ভাইরাস। গায়িকা কণিকা কাপুর, প্রযোজক করিম মোরানি, তাঁর দুই মেয়ে জোয়া ও শাজা মোরানি এবং কিরণ কুমার ছাড়া এখনও পর্যন্ত আর কেউ আক্রান্ত হননি। কিছুদিন আগে করোনায় আক্রান্ত হন বনি কাপুরের তিন পরিচারক। পরীক্ষা হয় বনি কাপুর ও দুই মেয়ে জাহ্নবী কাপুর ও খুশি কাপুরেরও। কিন্তু তাঁদের রিপোর্ট নেগেটিভ আসে। এছাড়া পরিচালক করণ জোহরের বাড়ির দুই পরিচারকের শরীরেও বাসা বেঁধেছিল করোনা ভাইরাস। যদিও পরিচালক বা তাঁর মা হিরু জোহর করোনায় আক্রান্ত হননি। এছাড়া হৃতিক রোশনের শ্যালিকার বাড়ির এক পরিচারকের শরীরেও থাবা বসিয়েছিল এই মারণ ভাইরাসের জীবাণু। প্রতি ক্ষেত্রেই সবাই নিজেদের ১৪ দিন আইসোলেশনে রেখেছিলেন।

[ আরও পড়ুন: প্রতিশ্রুতি রাখলেন দেব, দুবাই থেকে ১৭১ জনকে ফেরালেন অভিনেতা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement