সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির পর দুদিনেই বিশ্বব্যাপী ২০০ কোটির ব্যবসা করে ফেলেছে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’। ঋষিপুত্রর অভিনয় মন কেড়েছে সিনেপ্রেমীদের। কিন্তু বিগ বাজেটের এ ছবি একেবারেই পছন্দ হয়নি ভারতীয় ক্রিকেটার জয়দেব উনাদকাটের। সোশাল মিডিয়ায় রীতিমতো ক্ষোভ উগরে দেন তিনি!
রণবীরের অভিনয় পছন্দ হলেও ছবির বিষয়বস্তুর জন্য সমালোচনার মুখে পড়তে হচ্ছে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। যেভাবে পুরুষদের চরিত্রকে ব্যাখ্যা করা হয়েছে এবং নারীদের অসম্মান করা হয়েছে, তা নিয়ে অনেকেই সরব। যে তালিকায় রয়েছেন ভারতীয় পেসারও। X হ্যান্ডেলে লম্বা পোস্ট করে ছবি নিয়ে ক্ষোভপ্রকাশ করেন তিনি। উনাদকাট লেখেন, “অত্যন্ত খারাপ ছবি। মহিলাদের সঙ্গে অপমানজনক আচরণ করা হবে এবং বলা হবে তথাকথিত পুরুষতান্ত্রিক সমাজকে দেখানো হচ্ছে। সেটা মেনে নেওয়া যায় না। আমরা এখন আর জঙ্গলে বাস করি না। অভিনয় কতটা ভালো হল, সেটা বিষয় নয়, এই বিষয়টাকে ছবিতে ইতিবাচক ভাবে তুলে ধরা উচিত হয়নি। কারণ ছবিটা বহু মানুষ দেখছে। সামাজিক দায়বদ্ধতা বলেও একটা বিষয় থাকে। সেটা ভুলে গেলে চলবে না। খুব খারাপ লেখেছে। নিজের ৩ ঘণ্টা নষ্ট করলাম।”
যদিও নিজের মতামত প্রকাশ করার খানিক পরে সেই টুইটটি ডিলিটও করে দেন উনাদকাট। ঠিক কী কারণে তা তিনি মুছে ফেলেন, তা নিয়ে অবশ্য পরে আর কোনও প্রতিক্রিয়া দেননি ভারতীয় তারকা। কিন্তু নেটিজেনদের একাংশের দাবি, এই ঘটনার পর ‘অ্যানিম্যাল’ দেখার পরও আর হয়তো কোনও ক্রিকেটার নিজের মতামত সোশাল মিডিয়ায় প্রকাশ করবেন না!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.