সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “সুশান্তের মতো ইন্ডাস্ট্রির চাপে অবসাদে ভুগে আমার ছেলে অধ্যয়নও আত্মহত্যা করার কথা ভেবেছিল”, বিস্ফোরক মন্তব্য একসময়কার জনপ্রিয় অভিনেতা শেখর সুমনের। অধ্যয়ন সুমন, যাঁকে কিনা শেষবার পর্দায় দেখা গিয়েছিল বছর চারেক আগে ‘ইশক ক্লিক’ ছবিতে। ২০০৮ সালে বলিউডে পা রেখেই ‘স্টারডাস্ট’ সেরা নবাগত অভিনেতার জন্য মনোনীত হয়েছিলেন। তবে বছর খানেক বাদে সেই সুদর্শন অভিনেতাই কিনা ইন্ডাস্ট্রি থেকে বেপাত্তা! কেন? তাহলে, তিনিও বলিউডে কোণঠাসা হয়ে চাপের মুখে পড়েছিলেন? সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন বাবা খ্যাতনামা অভিনেতা শেখর সুমন। যিনি কিনা সম্প্রতি সুশান্তের মৃত্যু নিয়ে সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন।
‘হাল এ দিল’, ‘রাজ-দ্য মিস্ট্রি কন্টিনিউয়াস’, ‘জশন’, ‘দেরাদুন ডায়েরি’, ‘হিম্মতওয়ালা’, ‘হার্টলেস’, ‘লখনউ ইশক’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন অধ্যয়ন সুমন (Adhyayan Suman)। কিন্তু দীর্ঘকাল হল ইন্ডাস্ট্রির কোনও ছবিতেই তাঁকে আর দেখা যায় না। আর ঠিক এই কারণেই অবসাদ গ্রাস করেছিল অধ্যয়নকে। সুশান্তের মৃত্যুর পর তাই সেই পুরনো চিন্তাই কুরে কুরে খাচ্ছে বাবা শেখর সুমনকে। প্রসঙ্গত, বছর খানেক আগে অধ্যয়নের সঙ্গে কঙ্গনা রানাউতের সম্পর্কের কথাও শোনা গিয়েছিল। তবে সেসব এখন অতীত!
শেখর সুমন (Sekhar Suman) জানিয়েছেন, সুশান্ত তাঁর ছেলের মতোই। তাই সুশান্তের বাবার কষ্টটা তিনি বুঝতে পারেন। তাঁর ছেলে অধ্যায়নও একসময় অবসাদগ্রস্থ হয়ে পড়েছিলেন। সেসময় ভোর ৪টে নাগাদ কিংবা ৫টা নাগাদ রোজ অধ্যায়নের (Adhyayan Suman) ঘরের দিকে ছুটে যেতেন তাঁরা। কারণ, অধ্যায়ন নাকি বিছানার উপর বসে ফ্যানের দিকে তাকিয়ে থাকতেন একদৃষ্টে! ছেলের এই অবস্থা দেখে তাঁরা একপ্রকার ভয়ই পেয়ে গিয়েছিলেন। তবে মাঝখানে পরিস্থিতি খানিক স্বাভাবিক হলেও সুশান্তের (Sushant Singh Rajput) মৃত্যুর পর ফের সেই চিন্তা গ্রাস করেছে তাঁদের যে, অধ্যায়ন যেন আবার নতুন করে না অবসাদগ্রস্ত হয়ে পড়েন। কিংবা এরকম কোনও সিদ্ধান্ত নিয়ে নেন!
শেখর সুমন (Sekhar Suman) আরও বলেন যে, “ছেলে অধ্যয়নকে তাঁরা বুঝিয়েছিলেন এই পৃথিবীতে কত মানুষ শুধুমাত্র খাবার আর আশ্রয়ের মতো প্রাথমিক চাহিদাগুলো পূরণের জন্য রোজ স্ট্রাগল করে চলেছেন। তাই জীবনে সবসময়ে চেষ্টা চালিয়ে যাওয়া উচিত।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.