Advertisement
Advertisement

Breaking News

Sachin Tendulkar

‘কে ভাঙতে পারে তোমার রেকর্ড?’, সলমনের প্রশ্নে চমকে দেওয়া উত্তর শচীনের

বিরাটের ৪৯তম সেঞ্চুরির পরই ভাইরাল পুরনো ভিডিও।

See video where Salman Khan asked Sachin Tendulkar if anyone could break his record | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 6, 2023 3:39 pm
  • Updated:November 6, 2023 3:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন ইশ্বরকে ছোঁয়ার অনুভূতি। ৩৫তম জন্মদিনে ‘আইকন’ শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) ৪৯ শতরানের (একদিনের ক্রিকেটে) মাইলস্টোন ছুঁয়ে ফেলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। এই ভবিষ্যৎ বোধহয় আগেই আঁচ করে ফেলেছিলেন মাস্টার ব্লাস্টার। তাইতো সলমন খান যখন তাঁকে প্রশ্ন করেছিলেন, “কে ভাঙতে পারে তোমার রেকর্ড?” চমকে দেওয়া উত্তর দিয়েছিলেন ক্রিকেট বিশ্বের কিংবদন্তি।

Salman-Sachin

Advertisement

ভিডিওটি একটি অনুষ্ঠানের। যাতে বলিউড তারকা, মুকেশ, নীতা আম্বানি ও ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। সলমন পালন করছিলেন সঞ্চালকের দায়িত্ব। শচীনের কাছে ‘দাবাং’ স্টার জানতে চান, নতুনদের মধ্যে কে তাঁর রেকর্ড ভাঙতে পারবেন। উত্তর দিতে খুব একটা দেরি করেননি ক্রিকেট ইশ্বর। মুখে চেনা হাসি নিয়েই বিরাট কোহলি আর রোহিত শর্মার নাম নিয়েছিলেন। তাতে সলমন বলে ওঠেন, “কোনও চান্স নেই।” কিন্তু শচীন তা মানতে রাজি হননি। বলেছিলেন, “নিশ্চয়ই করতে পারবে। বিরাট আর রোহিতই পারবে। কোনও ভারতীয় এই রেকর্ড ভাঙলে আমার কোনও অসুবিধাই নেই।”

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manav Manglani (@manav.manglani)

[আরও পড়ুন: নাতনি রাহার প্রথম জন্মদিন, আদরে ভরা পোস্ট ঠাকুমা নীতু কাপুর ও দিদা সোনি রাজদানের ]

কোহলির ৪৯তম সেঞ্চুরির পর উচ্ছ্বসিত মাস্টার ব্লাস্টার সোশাল মিডিয়ায় লেখেন, “দারুণ খেলেছো বিরাট। এ বছরের শুরুর দিকে ৪৯ থেকে ৫০ হতে আমার ঠিক ৩৬৫ দিন সময় লেগেছে। কিন্তু আমার আশা, আগামী কয়েক দিনের মধ্যেই ৪৯ থেকে ৫০-এ পৌঁছে গিয়ে তুমি আমার রেকর্ড ভেঙে দেবে। অনেক শুভেচ্ছা।”

Virat-Sachin

যদিও এ প্রসঙ্গে বিরাটের মত, “আমার হিরোর সঙ্গে একই রেকর্ড ভাগ করে নেওয়া, সেটা আমার কাছে খুবই স্পেশাল। শচীনকে টিভিতে খেলতে দেখেছি। আজকের এই মুহূর্তে খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছি। তবে আমি কখনওই শচীন হতে পারব না।”

[আরও পড়ুন: ‘বিরাট’ কীর্তিতে মিষ্টির দোকান সাবাড় কার্তিকের! রণবীর সিংয়ের আবদার, ‘চিকু পার্টি চাই’ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement