সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর বড়দিনে মেয়ে রাহার মুখ দেখিয়েছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। দেবী দর্শন করিয়েছেন বিপাশা বসুও। টলিউডে আবার কিছুদিন আগেই ছেলে ধীরের ছবি প্রকাশ্যে এনেছেন গৌরব-ঋদ্ধিমা। রাজ-শুভশ্রীর ইয়ালিনীর মুখদর্শনের অপেক্ষায় অনুরাগীরা। তবে আবির চট্টোপাধ্যায় হয়তো বরাবর নিজের মেয়েকে প্রচারের আড়ালেই রাখতে চেয়েছেন। ব্যতিক্রম ঘটল রং উৎসবের দিন। প্রকাশ্যে এল আবির ও তাঁর স্ত্রী নন্দিনীর একমাত্র মেয়ে ময়ূরাক্ষীর ছবি।
টলিপাড়ার পরিচালকদের ভরসার জায়গা আবির। বাঙালির অন্যতম পছন্দের অনস্ক্রিন গোয়েন্দা তিনি। বিতর্ক থেকে দূরেই থাকতে ভালোবাসেন। আবার নিজের জীবনকে ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন। আবিরের সোশাল মিডিয়ায় তাঁর মেয়ের ছবি সাধারণত দেখা যায় না। তবে এবারে ময়ূরাক্ষী চট্টোপাধ্যায়ের ছবি প্রকাশ্যে। দোলের দিন নন্দিনী ও ময়ূরাক্ষীর সঙ্গে রং খেলছিলেন আবির। সেই অবস্থাতেই ক্যামেরাবন্দি হয়েছেন।
ছবিগুলো আবির নয়, তাঁর স্ত্রী নন্দিনী সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন। দোলযাত্রার শুভেচ্ছা জানিয়ে একাধিক ছবি শেয়ার করেছেন তিনি। ছবি দেখে বোঝা যাচ্ছে, রঙের উৎসব ঘরোয়াভাবেই পালন করেছেন তারকা। পরিবার ও বন্ধুদের সঙ্গে বেশ ভালো সময় কেটেছে তাঁর। ময়ূরাক্ষীর তিনটি ছবি দেখা যাচ্ছে। একটিতে ময়ূরাক্ষী আবির ও নন্দিনীর সঙ্গে রয়েছে। আরেকটিতে তিনজনের সঙ্গে রয়েছেন ফাল্গুনী চট্টোপাধ্যায় ও রুমকি চট্টোপাধ্যায়। তৃতীয় ছবিতে যাঁরা যাঁরা রং খেলেছেন প্রায় সকলেই রয়েছেন ।
View this post on Instagram
‘শ্রী স্বপনকুমারের বাদামী হায়নার কবলে’ সিনেমায় দীপক চ্যাটার্জীর চরিত্রে অভিনয় করে দর্শকদের মন কেড়েছেন আবির। এবার সিনেমার পাশাপাশি আবারও টেলিভিশনে ফিরছেন টলিউডের প্রিয় তারকা। ফের একবার গানের রিয়ালিটি শো ‘সারেগামাপা’-এর সঞ্চালনা করবেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.