Advertisement
Advertisement
Rajkummar and Patralekha

বিয়ের অনুষ্ঠানে অন্তরঙ্গ রাজকুমার-পত্রলেখা, কী কাণ্ড করলেন অভিনেতা? দেখুন ভিডিও

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিওটি।

See the Picture and video of Rajkummar Rao and Patralekha Paul's celebration | Sangbad Pratidin

ছবি - সংগৃহীত

Published by: Suparna Majumder
  • Posted:November 14, 2021 7:05 pm
  • Updated:January 20, 2022 11:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাঁটু মুড়ে বসে পড়েছেন রাজকুমার রাও (Rajkummar Rao)। কোনও সিনেমার জনপ্রিয় নায়িকার জন্য নয়, নিজের জীবন সঙ্গীনি পত্রলেখার জন্য। তাঁকেই এভাবে বিয়ের প্রস্তাব দিচ্ছিলেন। আচমকা বেজে ওঠে এড শিব়্যানের ‘পারফেক্ট’ গানটি। সঙ্গে সঙ্গে পত্রলেখাকে (Patralekha Paul) জড়িয়ে ধরে নাচতে থাকেন রাজকুমার। দু’জনের ওয়েডিং সেলিব্রেশনের এমন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

বেশ কিছুদিন আগের এক সাক্ষাৎকারে পত্রলেখা জানিয়ে ছিলেন ‘লাভ সেক্স ধোকা’ সিনেমা দেখার পরই তাঁর ভাল লেগেছিল রাজকুমারকে। তারপর আলাপ, বন্ধুত্ব এবং প্রেম। একসঙ্গে বহু বছর ধরে লিভ ইন সম্পর্কেও রয়েছেন রাজকুমার ও পত্রলেখা। ‘সিটি লাইটস’ ছবিতে তাঁদের অনস্ক্রিন রসায়নও বেশ পছন্দ দর্শকদের। 

Advertisement
Pic of Rajkummar and Patralekha
ছবি সূত্র – ইনস্টাগ্রাম

অবশ্য বিয়ে নিয়ে এতদিন কোনও প্ল্যান করছিলেন না এই জুটি। রাজকুমার জানিয়েছিলেন, কেরিয়ারটা সামলে নিয়েই দু’ জনে বিয়েটা করবেন। সেই কথামতোই নভেম্বরে বিয়ের তোড়জোর করেন। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

[আরও পড়ুন: Children’s Day 2021: শিশুদিবসে ছোটবেলার ছবি পোস্ট টলিউডের দুই নায়িকার, চিনতে পারছেন?]

তবে বিয়েটা অভিনেতা সেরে ফেলেছেন, না রবিবারই সারতে চলেছেন সেই সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানা যায়। এক পক্ষের দাবি, বিয়েতে বেশি আড়ম্বর করতে চাননি রাজকুমার ও পত্রলেখা। চণ্ডীগড়েই ১০ থেকে ১৩ তারিখে নানা অনুষ্ঠানে ছিমছাম ভাবে গাঁটছড়া বেঁধে ফেলেছেন। আরেক পক্ষের মতে, রবিবার বিয়ের অনুষ্ঠান সারছেন রাজকুমার ও পত্রলেখা।

 

শোনা যাচ্ছে, রাজকুমার ও পত্রলেখার যে ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তা বাগদান অনুষ্ঠানের। এরপরই বিয়ের অনুষ্ঠান। সাদা শেরওয়ানিতে সেজেছেন রাজকুমার। পত্রলেখার পরনের গাউনটিও তাঁর পোশাকের সঙ্গে ম্যাচ করা। বলিউডের হাতে গোনা কয়েকজন তারকাই রাজকুমার ও পত্রলেখার বিয়েতে উপস্থিত থাকবে বলে খবর। 

[আরও পড়ুন: বয়ফ্রেন্ড নিয়ে দুই ‘বান্ধবী’র ঝগড়া! ভিডিও দেখে হেসে খুন রুদ্রনীল ঘোষ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement