Advertisement
Advertisement

Breaking News

Prosenjit Atanu film

গাল ভরতি সাদা দাড়ি, উসকো-খুসকো চুল, নতুন ছবির লুকে চমকে দিলেন প্রসেনজিৎ

ফের একবার অতনু ঘোষের পরিচালনায় অভিনয় করছেন টলিউডের সুপারস্টার।

See the look of Prosenjit Chatterjee in Atanu Ghosh's new film Sesh Pata | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 27, 2022 6:24 pm
  • Updated:January 27, 2022 6:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাল ভরতি সাদা দাড়ি। মাথায় উসকো-খুসকো চুল। চোখে মোটা ফ্রেমের চশমা। নতুন ছবির লুকে চমকে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। ফের একবার অতনু ঘোষের পরিচালনায় অভিনয় করছেন টলিউডের সুপারস্টার।  সিনেমার নাম ‘শেষ পাতা’ (Sesh Pata)।

Sesh Pata

Advertisement

‘ময়ূরাক্ষী’ ছবিতে প্রথমবার পরিচালক অতনু ঘোষের সঙ্গে জুটি বেঁধেছিলেন প্রসেনজিৎ। ছিলেন প্রয়াত কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ও।  জাতীয় পুরস্কার পেয়েছে ‘ময়ূরাক্ষী’। তারপর ‘রবিবার’ ছবিতেও অতনু ঘোষের পরিচালনায় অভিনয় করেন প্রসেনজিৎ। নিছক প্রেম বা হারানো প্রেমের গল্প নয় ‘রবিবার’। অসীমাভর চরিত্রের মাধ্যমে মনের গভীর আবেগের কাহিনি ছবিতে ফুটিয়ে তোলেন পরিচালক। প্রসেনজিতের পাশাপাশি ছবিতে নজর কাড়েন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান।

[আরও পড়ুন: করোনা আক্রান্ত সন্ধ্যা মুখোপাধ্যায়, গীতশ্রীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী]

এবার নায়ক-পরিচালক জুটি নিয়ে আসছেন ‘শেষ পাতা’র কাহিনি। আর তাতে নিজেকে ফের একবার যেন চ্যালেঞ্জ করেছেন অভিনেতা প্রসেনজিৎ। এক্কেবারে পালটে ফেলেছেন লুক। একটি ছবিতে পুরনো দেওয়ালের সামনে দেখা যাচ্ছে অভিনেতাকে। আরেকটি ছবিতে উদাস নয়নে বারান্দায় দেখা যাচ্ছে তাঁকে। ঠোঁটে রয়েছে সিগারেট। ছবিটি শেয়ার করে ক্য়াপশনে অতনু ঘোষ লিখেছেন, “আমি আর রোশনিকে দেখতে পাইনা। ওকে নিয়ে পাতার পর পাতা লেখা যাবেনা…”  

Prosenjit Chatterjee

কিছুদিন আগেই করোনাকে হার মানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এর আগে জিতের প্রযোজনায় আয় খুকু আয়’ ছবিতেও একটু বয়স্ক চরিত্রে দেখা গিয়েছে তারকাকে। বাবা ও মেয়ের সম্পর্ককে কেন্দ্র করে ছবিটি তৈরি করছেন পরিচালক সৌভিক কুণ্ডু। দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ। তাঁর মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)।

এছাড়াও মুক্তির অপেক্ষায় ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। ফেব্রুয়ারির শুরুতেই সিনেমা হলে মুক্তি পাবে SVF প্রযোজিত ছবিটি।  সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে প্রসেনজিৎ ছাড়াও অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী এবং আরিয়ান ভৌমিক।

[আরও পড়ুন: সাদা লালপেড়ে শাড়িতে কনের সাজে মৌনী রায়, দক্ষিণী রীতিতে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement