ছবি সৌজন্যে ফিল্মফেয়ার
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের পাশাপাশি আঞ্চলিক বিনোদন জগতেও ছড়িয়ে পড়েছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড (Joy Filmfare Awards Bangla)। ২০০৭ সাল থেকেই ব্ল্যাক লেডি হাতে তুলছেন বাংলার তারকারা। সেই ধারা বজায় রেখেই হয়ে গেল ২০২১ সালের পুরস্কার প্রদান অনুষ্ঠান। শহরের বিলাসবহুল হোটেলে সেজে উঠেছিল মঞ্চ। রেড কার্পেটে হাজির হয়েছিলেন তারকারা। এবার কাদের হাতে উঠল ব্ল্যাক লেডি? দেখে নিন তালিকা।
সেরা ছবি – বরুণবাবুর বন্ধু এবং টনিক
সেরা পরিচালক – অনীক দত্ত (বরুণবাবুর বন্ধু)
সেরা অভিনেতা – পরাণ বন্দ্যোপাধ্যায় (টনিক)
সেরা অভিনেত্রী – জয়া আহসান (বিনিসুতোয়)
সেরা ছবি (সমালোচকদের মতে) – বিনিসুতোয়
সেরা অভিনেতা (সমালোচকদের মতে) – অনির্বাণ ভট্টাচার্য (দ্বিতীয় পুরুষ) এবং অর্জুন চক্রবর্তী (অভিযাত্রিক)
সেরা অভিনেত্রী (সমালোচকদের মতে) – অর্পিতা চট্টোপাধ্যায় (অব্যক্ত)
সেরা সহ-অভিনেতা – সামিউল আলম (ট্যাংরা ব্লুজ)
সেরা সহ-অভিনেত্রী – অপরাজিতা আঢ্য (চিনি)
সেরা মিউজিক অ্যালবাম – প্রেম টেম
সেরা লিরিকস – নীলাঞ্জন চক্রবর্তী (বেহায়া – একান্নবর্তী)
সেরা প্লে-ব্যাক সিঙ্গার (পুরুষ) – ঈশান মিত্র (মায়ার কাঙ্গাল – অল্প হলেও সত্যি)
সেরা প্লে-ব্যাক সিঙ্গার (মহিলা) – লগ্নজিতা চক্রবর্তী (বেহায়া – একান্নবর্তী)
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর – বিক্রম ঘোষ (অভিযাত্রিক)
সেরা অরিজিনাল স্টোরি – অর্জুন দত্ত (অব্যক্ত)
সেরা চিত্রনাট্য – ধ্রুব বন্দ্যোপাধ্যায় (গোলন্দাজ) ও সৃজিত মুখোপাধ্যায় (দ্বিতীয় পুরুষ)
সেরা সংলাপ – অনীক দত্ত ও উৎসব মুখোপাধ্যায় (বরুণবাবুর বন্ধু)
সেরা সাউন্ড ডিজাইন – অনিন্দিত রায় এবং অদীপ সিং মানকি (ট্যাংরা ব্লুজ)
সেরা সম্পাদনা – সুজয় দত্ত রায় (বিনিসুতোয়)
সেরা সিনেমাটোগ্রাফি – সুপ্রতীম ভোল (অভিযাত্রিক)
সেরা পোশাক – রুমা সেনগুপ্ত (হীরালাল)
সেরা কোরিওগ্রাফি – বাবা যাদব (মন আনমনে – ম্যাজিক)
সেরা নবাগত অভিনেতা – কিঞ্জল নন্দ (হীরালাল)
সেরা নবাগত অভিনেত্রী – ঐন্দ্রিলা সেন (ম্যাজিক)
সেরা নবাগত পরিচালক – অভিজিৎ সেন (টনিক) এবং সুপ্রিয় সেন (ট্যাংরা ব্লুজ)
তথ্য সূত্র – ফিল্মফেয়ার
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.