Advertisement
Advertisement

Breaking News

সলমন খান

‘আগে ভক্তদের নিরাপত্তা, পরে ছবি’, ‘দাবাং থ্রি’র মন্দা বাজারেও ভাইজানের উদ্বেগ প্রকাশ

প্রায় ২০ কোটি ক্ষতির মুখে ভাইজানের ‘দাবাং থ্রি’!

Security of people is above film’s box office collection, says Salman Khan
Published by: Sandipta Bhanja
  • Posted:December 25, 2019 3:40 pm
  • Updated:December 25, 2019 3:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগে ভক্তদের নিরাপত্তা, পরে ‘দাবাং থ্রি’। দেশজোড়া NRC, CAA নিয়ে চলতে থাকা অস্থির অবস্থায় অনুরাগীদের জন্য এভাবেই উদ্বেগ প্রকাশ করলেন সলমন খান।

সলমন খানের ছবি মানেই বক্স অফিসে ধুন্ধুমার। সমালোচকদের প্রশংসার তোয়াক্কা না করেই ভাইজানের ছবি একাধিকবার বক্স অফিস রেকর্ড ভেঙেছে। গল্পের জোর না থাকলেও প্রথম সপ্তাহে সাধারণত ভালই ব্যবসা করে সলমনের ছবি। তবে এবার তাঁর অন্যথা হল। গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘দাবাং থ্রি’। কিন্তু সেভাবে লোক টানতে পারেনি এই ছবি। সিনে বাণিজ্য বিশ্লেষকদের মতে, প্রায় ২০ কোটি ক্ষতির মুখে ভাইজানের ‘দাবাং থ্রি’। নেপথ্যে সংশোধিত নাগরিকত্ব আইন (Citizenship Amendments Act)। দেশজোড়া NRC, CAA নিয়ে যে প্রতিবাদ চলছে তারই আঁচ পড়ল ভাইজানের ‘দাবাং থ্রি’র বক্স অফিস কালেকশনে। তবে সল্লু মিঞা কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীদের নিরাপত্তা নিয়ে।

Advertisement

[আরও পড়ুন: ‘বাস-ট্রেন জ্বালানোর অধিকার কে দিয়েছে ওদের?’, CAA’র সমর্থন করে সমালোচিত কঙ্গনা ]

তা ‘দাবাং থ্রি’র বক্স অফিস কালেকশনে ভাঁটা পড়েছে বলে কি ভাইজানের মন খারাপ? কী বলছেন সলমন খান? “দেশে এখন যা পরিস্থি চলছে তাতে ছবির ভাল ব্যবসা করা একটু কঠিন। আমার ভক্তদের ধন্যবাদ সবসময়ে আমার উপর বিশ্বাস রাখার জন্য। এত অস্থির পরিস্থিতির মধ্যেও তো ওঁরা সিনেমা দেখতে যাচ্ছেন। তাই ভাল ব্যবসা করার নেপথ্যে কৃতিত্বটাও ওঁদেরই। উত্তর ভারতের বেশ কিছু জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তাই সেখানে ‘দাবাং থ্রি’ ভাল ব্যবসা করতে পারেনি। কিন্তু আমার বিশ্বাস ওঁরা সিনেমাহলে গিয়ে সিনেমা দেখবে। তবে হ্যাঁ, ওঁদের নিরাপত্তার কথাও বলব। আগে ভক্তদের নিরাপত্তা, পরে ‘দাবাং থ্রি’। তবে উত্তর ভারত ছাড়া অন্যান্য রাজ্যগুলিতে ভাল ব্যবসা করেছে ‘দাবাং থ্রি’।”

পাশাপাশি ‘দাবাং থ্রি’ প্রসঙ্গে সলমন বলেছেন, “এই ছবিতে বাল্যবিবাহ, পণপ্রথা, জল অপচয়, এরকম নানান সামাজিক ইস্যু দেখানো হয়েছে। তাই ‘দাবাং থ্রি’ আমার মনের খুব কাছের।” কোটি টাকার লোকসানের কবলে পড়েও ভাইজানের মুখে ভক্তদের উদ্বেগ প্রকাশ দেখে ধন্য ধন্য করেছেন সকলে।

[আরও পড়ুন: মোদি বিরোধী মন্তব্যের জের! এবার CBI-এর নজরে অনুরাগ কাশ্যপ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement