Advertisement
Advertisement
Sean Penn

Russia Ukraine Crisis: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সফরে অস্কারজয়ী হলিউড তারকা শন পেন, কিন্তু কেন?

আমেরিকার অভিনেতা-পরিচালকের এই সফরের নেপথ্যে রয়েছে বিশেষ কারণ।

Sean Penn in Ukraine amid Russia-Ukraine War for this reason | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 28, 2022 12:37 pm
  • Updated:February 28, 2022 12:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে রুশ সেনা, অন্যদিকে ইউক্রেনের যোদ্ধারা। যুদ্ধ চলছে অবিরত। ইতিমধ্যেই রুশ গোলায় পুড়ে ছাই বিশ্বের বৃহত্তম বিমান ‘AN-225 Mriya’। পালটা আঘাত হানছেন ইউক্রেন সেনাও। এমন পরিস্থিতিতেই প্রাণভয়ে ইউক্রেন (Ukraine Crisis) ছাড়ছেন ভারত-সহ বিভিন্ন দেশের নাগরিকরা। আর যাঁরা ইউক্রেনের সাধারণ মানুষ, তাঁদের ঘরবাড়ি ছেড়ে বাঙ্কারে আশ্রয় নিতে হচ্ছে। যুদ্ধের এই আবহেই ইউক্রেনে রয়েছেন অস্কারজয়ী হলিউড অভিনেতা শন পেন (Sean Penn)। 

Sean Penn

Advertisement

যেখানে যেতে এখন অনেক মানুষেরই বুক কেঁপে উঠবে, সেখানে  কী করছেন অভিনেতা-পরিচালক? ইউক্রেন প্রেসিডেন্টের অফিস সূত্রে খবর, রাশিয়া ও ইউক্রেনের (Russia-Ukraine War) তথ্যচিত্র তৈরি করছেন পেন। সেই কারণেই প্রাণের ঝুঁকি নিয়ে ইউক্রেনে পৌঁছে গিয়েছেন তিনি। সেখানকার যোদ্ধাদের সঙ্গে কথা বলছেন। কিছু সাংবাদিকের সঙ্গে কথা বলেও পরিস্থিতি জানার চেষ্টা করেছেন। পাশাপাশি কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গে। 

[আরও পড়ুন: পাঁচতলা থেকে মরণঝাঁপ! রোগী মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য আর জি কর হাসপাতালে]

রাশিয়া ও ইউক্রেনের এই যুদ্ধে বহু সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন। শোনা গিয়েছে, মৃতদের মধ্যে শিশুও রয়েছে। যুদ্ধের এমন ভয়াবহ পরিণামই নাকি নিজের তথ্যচিত্রে তুলে ধরতে চাইছেন শন পেন। পরবর্তীকালে যাতে গোটা বিশ্ব দেখতে পারে, যুদ্ধের ফলাফল কতটা মারাত্মক হয়। 

Sean Penn 1

২০০৩ সালে মুক্তি পাওয়া ‘মিস্টিক রিভার’ এবং ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘মিল্ক’ সিনেমায় অভিনয়ের জন্য অস্কার পান শন পেন। নানা রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে যোগ দিয়েছেন তিনি। বরাবর যুদ্ধবিরোধী হিসেবেই পরিচিত হলিউড তারকা। এর আগেও তিনি যুদ্ধ পরিস্থিতি নিয়ে তথ্যচিত্র তৈরি করেছেন। যাতে মানুষ এর ভয়বহতা চাক্ষুষ করতে পারেন এব এর থেকে শিক্ষা নিতে পারেন। এবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে পৌঁছে গিয়েছেন অভিনেতা-পরিচালক। গ্রুউন্ড জিরো থেকেই পরিস্থিতি ক্যামেরা ইতিমধ্যেই ইউক্রেন সরকারের পক্ষ থেকে শনের এই উদ্যোগের প্রশংসা করা হয়েছে। 

[আরও পড়ুন: জুন মাসে আছড়ে পড়তে পারে কোভিডের চতুর্থ ঢেউ! সতর্ক করছেন গবেষকরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement