সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল ‘বাজিরাও মস্তানি’। প্রশংসা কুড়িয়েছিলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। অভিনয়ের পাশাপাশি নাচের জন্যও অনুরাগীরা বাহবা দিয়েছিলেন তাঁদের। তারই মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘মলহারি’র পারফর্ম্যান্স। সেই গানেই এবার নাচ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন এক স্কুল শিক্ষিকা।
দক্ষিণ সিকিমের মেল্লি গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুলের শিক্ষিকা তিনি। নাম মিস শেরিং দোমা ভুটিয়া। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা তিনি। গত ১৪ নভেম্বর শিশু দিবস উপলক্ষে স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই ‘মলহারি’ পারফর্ম করেন তিনি। শুধু নিজে পারফর্ম করলেন, তাই নয়, তাঁর ছাত্রদেরও তাঁর সঙ্গে নাচ করার আহ্বান জানালেন তিনি। ছাত্ররাও যোগ দেন তাঁর সঙ্গে। এমনকী অন্য শিক্ষিকারাও যে যার জায়গা থেকে উঠে নেচে ওঠেন। স্কুল শিক্ষিকার এই নাচের ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। সেটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘বাজিরাও মস্তানি’। বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করেছিল ছবিটি। পেশোয়া বাজিরাও ও মস্তানির প্রেমকাহিনি নিয়ে ছবি বানিয়েছিলেন সঞ্জয় লীলা বনশালি। ছবির আবহসংগীতও তাঁর। ছবির সবক’টি গানই সেই সময় চার্ট বাস্টারের প্রথমদিকেই থাকত। ‘পিংগা’, ‘মোহে রং দো লাল’, ‘দিওয়ানি মস্তানি’র মতো অনেক গানই ভাল লেগেছিল দর্শকের। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘মলহারি’। গানটি একাধিক পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.